নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের মথুরার কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ প্রাঙ্গণের বৈজ্ঞানিক জরিপ করার নির্দেশ চেয়ে শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্টের দায়ের করা আবেদনটি খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন করা হয়েছিল, শুক্রবার তা গ্রহণ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট ৷
শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধুলিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ উল্লেখ করেছে যে, এলাহাবাদ হাইকোর্ট সিভিল প্রসিডিউর কোডের আদেশ 26-এর বিধি 11-এর অধীনে আবেদনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, যা কমিশনারদের নিয়োগের সঙ্গে জড়িত । বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে বলেছে যে, হাইকোর্ট রক্ষণাবেক্ষণের সমস্যা, অন্যান্য দিকগুলি নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তাই আবেদনকারীকে হাইকোর্টে যেতে বলা হয়েছে ।
আরও পড়ুন:মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ আদালতের
বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে বলে, "একক বিচারকের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে এখানে ছুটে এসেছেন কেন ?" বরিষ্ঠ আইনজীবী গৌরব ভাটিয়া, আবেদনকারীর প্রতিনিধিত্ব করে দাবি করেন যে, মামলাটি যখন হাইকোর্টে স্থানান্তর করা হয়েছিল, তখন ট্রায়াল কোর্টের উল্লিখিত আদেশ দেওয়া উচিত হয়নি ৷ বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে বলে, "হাইকোর্ট যদি মনে করে যে সার্ভে করা হবে, তাহলে তারা আদেশ স্থগিত রাখবে এবং ট্রায়াল কোর্ট তার এক্তিয়ারের মধ্যেই আদেশ দিয়েছে ।"
এই বছরের জুলাইয়ে হাইকোর্ট শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্টের দায়ের করা একটি আবেদন খারিজ করে দেয় ৷ মথুরার সিভিল জজকে কৃষ্ণজন্মভূমি-শাহী ইদগাহ প্রাঙ্গণের বৈজ্ঞানিক সার্ভের আবেদনের নিষ্পত্তি করার জন্য নির্দেশ চেয়েছিল । মসজিদের ব্যবস্থাপনা কমিটি এবং উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড মামলায় আপত্তি জানিয়েছে । হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ।
আরও পড়ুন:পুলিশের নিয়োগে 'সর্বোচ্চ নৈতিক আচরণ' সবচেয়ে জরুরি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
শীর্ষ আদালত বলেছে যে, তারা 136 অনুচ্ছেদের অধীনে এ বিষয়ে বিশেষত একটি অন্তর্বর্তী আদেশের জন্য এক্তিয়ার প্রয়োগ করার অধিকার পায় না ৷ এই বলে আবেদনটি খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ আবেদনকারী সুপ্রিম কোর্টের সামনে যুক্তি দিয়েছিলেন যে, ঘটনাস্থলের উপর যে দাবিগুলি উঠে এসেছে, তার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য একজন কমিশনারের নেতৃত্বে একটি বৈজ্ঞানিক জরিপ করা প্রয়োজন ।