নয়াদিল্লি,20 জানুয়ারি:বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে আবারও সোমশেখর সুদর্শনের নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Collegium stick to the earlier decision about new Justice of Bombay High Court )। পাশাপাশি কলেজিয়ামে থাকা শীর্ষ আদালতের তিন বিচারপতি এই ব্যাপারে নিজেদের একটি বিশেষ পর্যবেক্ষণও দিয়েছেন । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কল, বিচারপতি কেএম জসেফ মনে করেন, নাগরিকদের মত প্রকাশের অধিকার আছে । আর তার জন্য কাউকে সাংবিধানিক পদে বসা থেকে বঞ্চিত করা যায় না ।
কলেজিয়ামের তরফে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের 19 a (Article 19 a of Indian Constitution) ধারায় প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে । আর সেই মত প্রকাশের জন্য কাউকে সাংবিধানিক পদ পাওয়া থেকে বঞ্চিত করে রাখা যায় না । বিশেষ করে সেই ব্যক্তি যদি বিচারপতি হওয়ার যোগ্য হন তাহলে মত প্রকাশের কারণে কোনও পদ পাওয়া থেকে তাঁকে বঞ্চিত করা যায় না।
2021 সালের 4 অক্টোবর বম্বে হাইকোর্টের কলেজিয়াম বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য সোমশেখরের নাম প্রস্তাব করে । 2022 সালের ফেব্রুয়ারি মাসে সেই প্রস্তাবে শিলমোহর দেয় শীর্ষ আদালত। কিন্ত 25 নভেম্বর কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে এই সুপারিশটি পুনর্বিবেচনা করার আবেদন করা হয়। মোদি সররকারের যুক্তি ছিল, সোমশেখর আদালতে বিচারাধীন বেশ কিছু বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করেছেন । আর তাই তাঁর নাম নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানানো হয় ।