নয়াদিল্লি,6 জুলাই:গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হলেন বিচারপতি সুনীতা আগরওয়াল। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের নয়া নির্দেশিকায় দেশের মোট সাতটি হাইকোর্টে নতুন করে প্রধান বিচারপতি নিয়োগ হল। এর মধ্যে অন্যতম বিচারপতি সুনীতা আগরওয়াল । আনুষ্ঠানিকভাবে পদে বসার পর সুনীতাই হবেন দেশের হাইকোর্ট গুলির মধ্যে একমাত্র মহিলা প্রধান বিচারপতি।
এতদিন পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন সুনীতা। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের জারি করা নোটিসেও সুনীতা প্রসঙ্গে লেখা হয়েছে, "বিচারপতি সুনীতা আগরওয়ালের নাম গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে । পদে বসার পর তিনিই দেশের হাইকোর্টগুলির মধ্যে একমাত্র প্রধান মহিলা বিচারপতি হবেন।"
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে কলেজিয়াম এই নির্দেশিকা জারি হয়েছে। যেখানে গুজরাত সহ মোট সাত রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়ছে। যদিও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ ঘিরেই ছিল উৎসাহ। বিচারপতি সুনীতা আগরওয়াল ছাড়াও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতির দৌড়ে ছিল অনেকের নাম। শেষ পর্যন্ত মনোনীত হলেন বিচারপতি সুনীতা । সুপ্রিম কোর্ট সূত্রের খবর, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীনে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অন্য দুই সদস্য বিচারপতি এসকে কউল, বিচারপতি সঞ্জীব খান্না বিশেষভাবে বিচারপতি সুনীতা আগরওয়ালের নামের উপর জোর দেন।