পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New CJ for Gujarat HC: গুজরাত হাইকোর্টে মহিলা প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের

বিচারপতি সুনীতা আগরওয়াল দেশের হাইকোর্টগুলির মধ্যে একমাত্র মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন। গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হলেন বিচারপতি সুনীতা। পাশাপাশি মোট সাত রাজ্যের হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ হল । তারই অন্যতম বিচারপতি সুনীতা আগরওয়াল।

SC Collegium
সুনীতা আগরওয়াল

By

Published : Jul 6, 2023, 10:54 AM IST

Updated : Jul 6, 2023, 11:26 AM IST

নয়াদিল্লি,6 জুলাই:গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হলেন বিচারপতি সুনীতা আগরওয়াল। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের নয়া নির্দেশিকায় দেশের মোট সাতটি হাইকোর্টে নতুন করে প্রধান বিচারপতি নিয়োগ হল। এর মধ্যে অন্যতম বিচারপতি সুনীতা আগরওয়াল । আনুষ্ঠানিকভাবে পদে বসার পর সুনীতাই হবেন দেশের হাইকোর্ট গুলির মধ্যে একমাত্র মহিলা প্রধান বিচারপতি।

এতদিন পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন সুনীতা। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের জারি করা নোটিসেও সুনীতা প্রসঙ্গে লেখা হয়েছে, "বিচারপতি সুনীতা আগরওয়ালের নাম গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে । পদে বসার পর তিনিই দেশের হাইকোর্টগুলির মধ্যে একমাত্র প্রধান মহিলা বিচারপতি হবেন।"

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে কলেজিয়াম এই নির্দেশিকা জারি হয়েছে। যেখানে গুজরাত সহ মোট সাত রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়ছে। যদিও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ ঘিরেই ছিল উৎসাহ। বিচারপতি সুনীতা আগরওয়াল ছাড়াও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতির দৌড়ে ছিল অনেকের নাম। শেষ পর্যন্ত মনোনীত হলেন বিচারপতি সুনীতা । সুপ্রিম কোর্ট সূত্রের খবর, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীনে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অন্য দুই সদস্য বিচারপতি এসকে কউল, বিচারপতি সঞ্জীব খান্না বিশেষভাবে বিচারপতি সুনীতা আগরওয়ালের নামের উপর জোর দেন।

আরও পড়ুন: রাজ্যপালের নয়া নিয়োগ! রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়

গুজরাত হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি সোনিয়া জি গোকানি। তাঁর অবসর নেওয়ার সময় সামনে আসায় পদটি খালি হওয়ার আগেই বিচারপতি সুনীতা আগরওয়ালকে দায়িত্ব দেওয়া হল । কলেজিয়ামের নির্দেশিকা অনুযায়ী, কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অলোক আর্ধেকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় । বম্বে হাইকোর্টের বিচারপতি ধীরজ সিং ঠাকুরকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মনোনীত করা হয়েছে। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র মনোনীত হলেন ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে। মোট সাত হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হলেও মূল আকর্ষণ বিচারপতি সুনীতা আগরওয়ালই।

Last Updated : Jul 6, 2023, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details