পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat HC Judge Transfer: রাহুল-মামলায় শিরোনামে থাকা গুজরাত হাইকোর্টের বিচারপতিকে বদলির অনুমোদন সুপ্রিম কোর্টের

রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলার সাজায় স্থগিতাদেশ জারি করেনি গুজরাত হাইকোর্ট ৷ বিচারপতি এইচএম প্রচ্চক নিম্ন আদালতের রায় বহাল রাখেন ৷ আজ তাঁকে বদলির জন্য অনুমোদন দিলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷

ETV Bharat
গুজরাত হাইকোর্টের বিচারপতি

By

Published : Aug 11, 2023, 12:41 PM IST

Updated : Aug 11, 2023, 1:23 PM IST

নয়াদিল্লি, 11 অগস্ট: বিচারপতি এইচএম প্রচ্চককে বদলির অনুমোদন দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ তিনি গুজরাত হাইকোর্টের বিচারপতি ৷ রাহুল গান্ধির মোদি পদবি সংক্রান্ত মামলায় তাঁর বিচারপতি এইচএম প্রচ্চকের নাম খবরের শিরোনামে উঠে আসে ৷ বিচারপতি প্রচ্চককে আরো ভালো বিচার ব্যবস্থা পরিচালনরা জন্য পটনা হাইকোর্টে বদলির অনুমোদন দিলেন প্রধান বিচারপতি ।

2019 সালে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি মোদি পদবি নিয়ে একটি মন্তব্য করেন ৷ তাতে বিতর্ক তৈরি হয় ৷ গুজরাতে বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি সুরাতের আদালতে রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ৷ নিম্ন আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দোষী সাব্যস্ত করে এবং 2 বছরের কারাবাসের সাজা ঘোষণা করে ৷ এই রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধি প্রথমে সেশনস কোর্টের দ্বারস্থ হন ৷ সেখানেও নিম্ন আদালতের রায়ই বহাল রাখে ৷ এরপর তিনি গুজরাত হাইকোর্টের আপিল করেন ৷

গুজরাত হাইকোর্টে বিচারপতি এইচএম প্রচ্চক রাহুল গান্ধির বিরুদ্ধে সাজা বহাল রাখেন ৷ তিনি বলেন, "নিম্ন আদালতের রায় একেবার যথার্থ" ৷ এদিকে 4 অগস্ট সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ রাহুল গান্ধির সাজায় স্থগিতাদেশ জারি করে ৷ আদালতের পর্যবেক্ষণ, রাহুল গান্ধির বিরুদ্ধে করা মানহানির ফৌজদারি মামলাটি দণ্ডনীয় নয় ৷ এরপর আজ, গুজরাত হাইকোর্টের বিচারপতি এইচএম প্রচ্চককে পটনা হাইকোর্টে বদলির অনুমোদন দিলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন: 'মোদি' পদবি নিয়ে মানহানির মামলা! রাহুলের আবেদন খারিজ গুজরাত হাইকোর্টের

4 অগস্ট সুপ্রিম কোর্ট মোদি পদবি সংক্রান্ত মামলায় জানায়, এই মানহানির মামলায় দোষী জামিন পাওয়ার যোগ্য, মামলাটি দণ্ডনীয় নয় ৷ অন্ততপক্ষে এর আগে আদালতের বিচারকদের এটি করা উচিত ছিল ৷ তাঁরা কোন যুক্তিতে, কেন দু'বছরের সাজা দিলেন, সেই তথ্য এবং পরিস্থিতি পরিষ্কার নয় ৷ আদালত আরও জানায়, সাজায় স্থগিতাদেশের আর্জি খারিজ করার সময় নিম্ন আদালত এবং হাইকোর্ট প্রচুর কাগজ খরচ করেছে ৷ তাঁদের নির্দেশে এই দিকগুলি বলা নেই ৷ এর পাশাপাশি রাহুল গান্ধিকে তাঁর মন্তব্য নিয়েও সতর্ক করেন বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ ৷ এবার সেই রাহুল মামলার সঙ্গে জড়িত গুজরাত হাইকোর্টের বিচারপতিকে বদলির অনুমোদন দিলেন প্রধান বিচারপতি । উন্নত বিচারব্যবস্থা পরিচালনা করবেন তিনি বলেই আশাবাদী শীর্ষ আদালত ।

Last Updated : Aug 11, 2023, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details