পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narada Case : নারদ মামলা : হাইকোর্টকে আগে মমতার আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নারদ মামলায় (Narada Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে, পরবর্তী শুনানিতে হাইকোর্টকে আগে মুখ্যমন্ত্রীর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এর জন্য নতুন করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে হলফনামা পেশ করতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) ৷

sc-asks-calcutta-hc-to-decide-afresh-pleas-of-cm-mamata-banerjee-and-law-minister-moloy-ghatak-in-narada-scam-case
নারদ মামলা : হাইকোর্টকে আগে মমতার আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের

By

Published : Jun 25, 2021, 2:43 PM IST

নয়াদিল্লি, 25 জুন : নারদ মামলায় (Narada Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আবেদন কলকাতা হাইকোর্টকেই (Calcutta High Court) আগে শুনতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ নারদ মামলায় হাইকোর্ট মমতার হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছিল ৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) ৷ শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, আগে হাইকোর্টকে মমতার আবেদন শুনতে হবে ৷ এর জন্য হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নতুন করে আবেদন জানাতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে ৷ নারদ মামলায় দেরিতে হলফনামা পেশ করার কারণ দর্শানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে 28 জুনের মধ্যে নারদ মামলায় নতুন করে আবেদন জানাতে বলেছে সুপ্রিম কোর্ট ৷ সেই আবেদনের আগাম প্রতিলিপি 27 জুন সিবিআই-এর হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সিবিআইকে সেই আবেদনের ভিত্তিতে জবাব দেওয়ার অধিকার দিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:28 জুন পর্যন্ত নারদ মামলার শুনানি স্থগিত হাইকোর্টে

29 জুন পরবর্তী শুনানির দিন হাইকোর্টকে প্রথমে হলফনামা গ্রহণ করার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করেছে শীর্ষ আদালত ৷ এই কারণে হাইকোর্ট 9 জুন যে নির্দেশ দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত ৷ সেই নির্দেশে রাজ্য সরকারের দাখিল করা হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছিল কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন :হাইকোর্টে ধাক্কা রাজ্যের, ভোট-পরবর্তী হিংসা মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ

নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটককে পার্টি করেছিল সিবিআই ৷ তারই ভিত্তিতে মুখ্যমন্ত্রী হলফনামা দাখিল করেছিলেন হাইকোর্টে ৷ তবে তা গ্রহণ করতে অস্বীকার করে আদালত ৷ এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী ৷ হলফনামায় মমতা দাবি করেন, নারদ মামলায় চার হেভিওয়েট নেতাকে সিবিআই গ্রেফতার করার পর তিনি সিবিআই দফতরে মুখ্যমন্ত্রী হিসেবে যাননি ৷ অভিযুক্তদের মধ্যে কয়েকজন তাঁর পরিচিত হওয়ায় তিনি সেখানে গিয়েছিলেন ৷ তিনি সিবিআই দফতরের বাইরে ধর্নাতেও বসেননি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি দাবি করেন, সিবিআই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে ৷

ABOUT THE AUTHOR

...view details