নয়াদিল্লি, 25 জুন : নারদ মামলায় (Narada Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আবেদন কলকাতা হাইকোর্টকেই (Calcutta High Court) আগে শুনতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ নারদ মামলায় হাইকোর্ট মমতার হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছিল ৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) ৷ শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, আগে হাইকোর্টকে মমতার আবেদন শুনতে হবে ৷ এর জন্য হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নতুন করে আবেদন জানাতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে ৷ নারদ মামলায় দেরিতে হলফনামা পেশ করার কারণ দর্শানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে 28 জুনের মধ্যে নারদ মামলায় নতুন করে আবেদন জানাতে বলেছে সুপ্রিম কোর্ট ৷ সেই আবেদনের আগাম প্রতিলিপি 27 জুন সিবিআই-এর হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সিবিআইকে সেই আবেদনের ভিত্তিতে জবাব দেওয়ার অধিকার দিয়েছে শীর্ষ আদালত ৷
আরও পড়ুন:28 জুন পর্যন্ত নারদ মামলার শুনানি স্থগিত হাইকোর্টে