নিউ দিল্লি, 10 মে: দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করতে 12 সদস্যের একটি ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছে সুপ্রিম কোর্ট ৷ উচ্চস্তরের স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই দলের প্রথম বৈঠক হল রবিবার ৷
বৈঠকে উপস্থিত টাস্ক ফোর্সের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ-
ভবতোষ বিশ্বাস, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, কলকাতা
দেবেন্দ্র সিং রানা, বোর্ড অফ ম্যানেজমেন্ট, শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন, দিল্লি
দেবীপ্রসাদ শেট্টি, চেয়ারপার্সন এবং এগজিকিউটিভ ডায়রেক্টর, নারায়ণ হেলথকেয়ার, বেঙ্গালুরু
গঙ্গাদীপ কাং, অধ্যাপক, ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (সিএমসি), ভেলোর, তামিলনাড়ু
এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ আর কেন্দ্রীয় সচিব (এমওআরটিএইচ) গিরিধার আরামারে ৷