পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC-NDA Exams : মহিলাদের জন্য এনডিএ পরীক্ষার দরজা খুলল সুপ্রিম কোর্টের নির্দেশে - SC allows women to take NDA exams

এতদিন এনডিএ-র পরীক্ষা দিতে পারতেন না মহিলারা ৷ এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই পরীক্ষার দরজা খুলে গেল তাঁদের জন্য ৷

sc-allows-women-to-take-national-defence-academy-exams
SC-NDA Exams : মহিলাদের জন্য এনডিএ-র পরীক্ষার দরজা খুলল সুপ্রিম কোর্টের নির্দেশে

By

Published : Aug 18, 2021, 1:19 PM IST

Updated : Aug 18, 2021, 3:46 PM IST

নয়াদিল্লি, 18 অগস্ট : ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (National Defence Academy) বা এনডিএ-র (NDA) পরীক্ষায় এবার বসতে পারবেন মহিলারাও ৷ বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) এই নিয়ে একটি অন্তর্বর্তী রায় দিয়েছে ৷ আগামী 5 সেপ্টেম্বর ওই পরীক্ষা রয়েছে ৷

এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এদিন ভারতীয় সেনা (Indian Army) কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছে শীর্ষ আদালত ৷ কেন মহিলা এনডিএ-র পরীক্ষা দিতে পারবেন না, সেই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে ৷

আরও পড়ুন :Pegasus: পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

আদালত সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটি ৷ তিনি আদালতকে জানান, মহিলাদের পরীক্ষায় বসতে না দেওয়া তাদের নীতিগত সিদ্ধান্তের মধ্যে পড়ে ৷ তখন আদালত জানায় যে এই ধরনের নীতিগত সিদ্ধান্ত আসলে ‘লিঙ্গবৈষম্য’-এর (Gender Discrimination) মধ্যে পড়ে ৷

এদিন এই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ৷ এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে গঠনমূলক ভাবনাচিন্তা করতে বলা হয় বেঞ্চের তরফে ৷ একই সঙ্গে মহিলাদের প্রতি সেনার মনোভাব বদলের পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত ৷ এর জন্য তারা যাতে আদালতের নির্দেশের অপেক্ষায় না থাকে, সেই কথাও জানিয়েছেন বিচারপতিরা ৷

আরও পড়ুন :CBI : সিবিআই-কে আরও স্বাধীনতা দিতে কেন্দ্রকে পরামর্শ মাদ্রাজ হাইকোর্টের

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে শুধুমাত্র পুরুষরাই সেনার প্রশিক্ষণ নিতে পারেন ৷ এবারও যে নোটিস দেওয়া হয়েছে, সেখানে অবিবাহিত পুরুষদেরই আবেদন করতে বলা হয়েছে ৷ যোগ্য ও ইচ্ছুক মহিলাদের এবারও আবেদন করার অনুমতি দেওয়া হয়নি ৷ এই নোটিস তাই সংবিধানের বেশ কয়েকটি ধারাকে লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী চিন্ময় প্রদীপ শর্মা ৷

প্রসঙ্গত, এই নিয়ে আগেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ন্যাভাল অ্যাকাডেমি পরীক্ষায় মহিলাদের বসতে দেওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয় ওই মামলায় ৷ চলতি বছরের 10 মার্চ তৎকালীন প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ এই নিয়ে কেন্দ্রকে নোটিসও দিয়েছিল ৷

আরও পড়ুন :TMC in Tripura : ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব

Last Updated : Aug 18, 2021, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details