দিল্লি, 9 ডিসেম্বর : ভুলবশত আইআইটি বম্বেতে করা ভরতির আবেদন প্রত্য়াহার করে নিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্সে 270 নম্বর স্থানাধিকারী মেধাবী পড়ুয়া সিদ্ধার্থ বাত্রা ৷ সেই ঘটনায় এবার বম্বে আইআইটিকে ওই পড়ুয়াকে ভরতি নিতে অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন ৷ সঙ্গে বম্বে আইআইটিকে তাদের তরফে হলফনামা জমা দিতে বলেছে ৷
প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 270 স্থান অর্জন করেছিলেন সিদ্ধার্থ বাত্রা ৷ তিনি বম্বে আইআইটিতে ভরতির জন্য় অনলাইন আবেদন জানান ৷ সেই আবেদন জানানোর কয়েকদিন পর তিনি আবারও, আইআইটির ওয়েবসাইট খোলেন ৷ সেখানে তিনি ভুলবশত আবেদন প্রত্য়াহারের অপশনে টিক করেন ৷ ফলে তাঁর আবেদন বাতিল হয়ে যায় ৷ পরে বম্বে আইআইটিতে ভরতি হতে গেলে জানতে পারেন তাঁর আবেদন বাতিল হয়ে গিয়েছে ৷ তবে, তা তিনি নিজেই করেছেন ৷ এরপর কলেজ কর্তৃপক্ষের কাছে ভরতির জন্য় আবেদন করতে চাইলে, তা সম্ভব নয় বলে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীকালে আইআইটি বম্বেতে ভরতির দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলে, তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয় ৷