পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভিন্নধর্মে বিয়ে রুখতে আইন সংক্রান্ত মামলায় পক্ষ হচ্ছে মুসলিম সংগঠন - শীর্ষ আদালত

ভিন্নধর্মের বিয়েতে রাশ টানতে নয়া আইন এনেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ ও মধ্যপ্রদেশের সরকার ৷ অভিযোগ, এই আইনের জেরে দেশজুড়ে হেনস্থা করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষকে ৷ নয়া আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট দায়ের হয়েছে মামলা ৷ সেই মামলার পক্ষ হতে চেয়ে আবেদন করে মুসলিম সংগঠন জামাত-উলমা-ই-হিন্দ ৷ বুধবার সেই আবেদন মেনে নেয় দেশের শীর্ষ আদালত ৷

NAT_SC ANTI CONVERSION LAWS_17022021_MAITRIE
ভিন্নধর্মে বিয়ে রুখতে আইন সংক্রান্ত মামলায় পক্ষ হচ্ছে মুসলিম সংগঠন

By

Published : Feb 17, 2021, 5:20 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : ভিন্নধর্মের বিয়েতে রাশ টানতে নয়া আইন এনেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ ও মধ্যপ্রদেশের সরকার ৷ যার বিরোধিতায় দায়ের হয়েছে মামলা ৷ সেই মামলার পক্ষ হতে চেয়ে আবেদন জানিয়েছিল মুসলিম সংগঠন জামাত-উলমা-ই-হিন্দ ৷ বুধবার সেই আবেদন মেনে নিল দেশের শীর্ষ আদালত ৷

জামাত-উলমা-ই-হিন্দের হয়ে আদালতে হাজির হয়েছিলেন প্রবীণ আইনজীবী ইজাজ মকবুল ৷ তাঁর অভিযোগ, নয়া এই আইনকে শিখণ্ডী করে দেশের নানা প্রান্তে ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষকে চরম হেনস্থা করা হচ্ছে ৷ এই সংক্রান্ত যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি চাইছে জামাত-উলমা-ই-হিন্দ ৷

আরও পড়ুন:লাভ-জিহাদ বিরোধী বিলে অনুমোদন শিবরাজ মন্ত্রিসভার

প্রসঙ্গত, চার রাজ্যে কার্যকর হওয়া নয়া আইনের বিরোধিতায় মামলা দায়ের করেছেন বিশাল ঠাকরে নামে এক ব্যক্তি এবং সিটিজেন্স ফর জাস্টিস অ্য়ান্ড পিস নামে একটি সংগঠন ৷ মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্ন এবং বিচারপতি ভি রামাসুভ্রামণিয়ানের বেঞ্চে ৷

সিটিজেন্স ফর জাস্টিস অ্য়ান্ড পিসকে আদালত নির্দেশ দিয়েছে, এই মামলায় উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচলপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সংশ্লিষ্ট আইনের ধারাগুলিও সংযুক্ত করতে হবে৷

ABOUT THE AUTHOR

...view details