দিল্লি, 17 ফেব্রুয়ারি : ভিন্নধর্মের বিয়েতে রাশ টানতে নয়া আইন এনেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ ও মধ্যপ্রদেশের সরকার ৷ যার বিরোধিতায় দায়ের হয়েছে মামলা ৷ সেই মামলার পক্ষ হতে চেয়ে আবেদন জানিয়েছিল মুসলিম সংগঠন জামাত-উলমা-ই-হিন্দ ৷ বুধবার সেই আবেদন মেনে নিল দেশের শীর্ষ আদালত ৷
জামাত-উলমা-ই-হিন্দের হয়ে আদালতে হাজির হয়েছিলেন প্রবীণ আইনজীবী ইজাজ মকবুল ৷ তাঁর অভিযোগ, নয়া এই আইনকে শিখণ্ডী করে দেশের নানা প্রান্তে ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষকে চরম হেনস্থা করা হচ্ছে ৷ এই সংক্রান্ত যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি চাইছে জামাত-উলমা-ই-হিন্দ ৷