নয়াদিল্লি, 16 জানুয়ারি: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের সিল করা জায়গায় জলের ট্যাংক পরিষ্কারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷ বারাণসী জেলাশাসককে এই জলের ট্যাংক পরিষ্কার করার নির্দেশ দিক আদালত ৷ এই মর্মে চারজন হিন্দু মহিলা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের সেই আবেদন মঞ্জুর করে মঙ্গলবার জ্ঞানবাপী মসজিদের ভিতরে থাকা সিল করা জায়গায় ট্যাংক পরিষ্কারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। 16মে 2022 সালে বারাণসীর একটি দেওয়ানি বিচারকের নির্দেশে জলের ট্যাংক এবং আশেপাশের এলাকাটি সিল করে দেওয়া হয়েছিল ৷
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এদিন নির্দেশে জানিয়েছে, বারাণসী জেলাশাসকের তত্ত্বাবধানে পরিষ্কারের কাজ করতে হবে। মুসলিম পক্ষের প্রবীণ আইনজীবী হুজেফা আহমাদি জানিয়েছেন, তাঁর মক্কেলদের এতে কোনও আপত্তি নেই। গত বছরের ডিসেম্বরে জ্ঞানবাপী মসজিদ নিয়ে হিন্দু পক্ষ সুপ্রিম কোর্টে একটি আপিল করেছিল ৷ সেখানে শিবলিঙ্গের আশেপাশের এলাকা পরিষ্কার করার জন্য বারাণসীর জেলাশাসককে আদালতের নির্দেশিকা চাওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের নির্দেশে শিবলিঙ্গের আশেপাশের এলাকা সিল করা রয়েছে ৷