নয়াদিল্লি, 7 জানুয়ারি : চলতি শিক্ষাবর্ষে নিট পিজি (NEET PG) পড়ুয়াদের স্বস্তির খবর দিল আদালত ৷ সুপ্রিম কোর্ট 2021-22 শিক্ষাবর্ষে 27% ওবিসি সংরক্ষণ এবং 10% অর্থনৈতিক দুর্বল শ্রেণি বা ইডব্লিউএস সংরক্ষণে ভর্তির সিদ্ধান্ত বহাল রাখল (Supreme Court allows admissions with 27% OBCs quota, 10% for economically weaker section for 2021-22) ৷
শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) এবং বিচারপতি এ এস বোপান্নার (AS Bopanna) বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে এই কথা ঘোষণা করে ৷ তবে 27% ওবিসি সংরক্ষণের সাংবিধানিক বৈধতা এবং 8 লক্ষ টাকা আয়, এমন পরিবার বা ব্যক্তিকে অর্থনৈতিক দুর্বল শ্রেণিভুক্ত করার বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত রায় দেয়নি আদালত ৷ মার্চ মাসে এই বিষয়ে ফের শুনানি হওয়ার কথা ৷
তাই 2021-22 শিক্ষাবর্ষে নিটের ভর্তিতে সর্বভারতীয় সংরক্ষণে 27% ওবিসি, 10% ইডব্লিউএস বজায় থাকল ৷ এমনকি 8 লক্ষ টাকা আয় পর্যন্ত মানুষকে অর্থনৈতিক দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও কোনও পরিবর্তন হল না ৷