কলকাতা, 18 অগস্ট:মণিপুর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এবার মণিপুর ইস্যুতে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৷ সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য ঋণ মুকুবের কথা ঘোষণা করা হয়েছে ৷ তবে মণিপুরের বাসিন্দা এই সুযোগ পাবেন ৷
ব্যাংকের এই ঘোষণাতেই জানানো হয়েছে, আগামী 12 মাসের ঋণের কিস্তি মুকুব করা হয়েছে ৷ এই সুবিধা সেই সমস্ত গ্রাহকরা পাবেন যারা চলতি বছরের 3 মে পর্যন্ত ঋণের কিস্তি দিতে পারেননি ৷ অর্থাৎ যাদের অ্যাকাউন্ট পারফরমিং অ্যাসেটে পরিণত হয়নি (যেসমস্ত গ্রাহক ঋণ নিয়ে তিন মাস ধরে ঋণের কিস্তি দিতে পারেননি) তারাই এই সুবিধা পাবেন ৷ এই বছরের মে থেকে কার্যকর হবে এই ঘোষণা ৷ এই সুবিধা পেতে গেল গ্রাহকদের চলতি মাসের 31 তারিখের মধ্যে স্টেট ব্যাংকের নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে হবে ৷
আরও পড়ুন:'সরকার কিছু না করলে আমরাই পদক্ষেপ করব', মণিপুর নিয়ে কড়া অবস্থান দেশের প্রধান বিচারপতির