পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SBI Offers Relief to Loan Borrowers: মণিপুরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রাণ প্যাকেজ, 12 মাসের কিস্তি মুকুব - ত্রাণ প্যাকেজ

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রাণ প্যাকেজ ঘোষণা ৷ 12টি ঋণের কিস্তি মুকুব মণিপুর বাসীর ৷ এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের যোগাযোগ করতে হবে নিকটবর্তী ব্যাংকের শাখায় ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Aug 18, 2023, 3:04 PM IST

Updated : Aug 18, 2023, 5:55 PM IST

কলকাতা, 18 অগস্ট:মণিপুর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এবার মণিপুর ইস্যুতে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৷ সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য ঋণ মুকুবের কথা ঘোষণা করা হয়েছে ৷ তবে মণিপুরের বাসিন্দা এই সুযোগ পাবেন ৷

ব্যাংকের এই ঘোষণাতেই জানানো হয়েছে, আগামী 12 মাসের ঋণের কিস্তি মুকুব করা হয়েছে ৷ এই সুবিধা সেই সমস্ত গ্রাহকরা পাবেন যারা চলতি বছরের 3 মে পর্যন্ত ঋণের কিস্তি দিতে পারেননি ৷ অর্থাৎ যাদের অ্যাকাউন্ট পারফরমিং অ্যাসেটে পরিণত হয়নি (যেসমস্ত গ্রাহক ঋণ নিয়ে তিন মাস ধরে ঋণের কিস্তি দিতে পারেননি) তারাই এই সুবিধা পাবেন ৷ এই বছরের মে থেকে কার্যকর হবে এই ঘোষণা ৷ এই সুবিধা পেতে গেল গ্রাহকদের চলতি মাসের 31 তারিখের মধ্যে স্টেট ব্যাংকের নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে হবে ৷

আরও পড়ুন:'সরকার কিছু না করলে আমরাই পদক্ষেপ করব', মণিপুর নিয়ে কড়া অবস্থান দেশের প্রধান বিচারপতির

রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের পক্ষ থেকে জানান হয়েছে, এই 'ত্রাণ' প্যাকেজ মণিপুরের কথা ভেবেই চালু করা হয়েছে ৷ কারণ, মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির কারণে ব্যাংক পরিষেবাও প্রভাবিত হয়েছে ৷ মণিপুরবাসীও সমস্য়ায় আছেন ৷ সেই পরিস্থিতিতে এসবিআই-এর ত্রাণ প্যাকেজ মণিপুরের ঋণগ্রহীতাদের জন্য অত্যন্ত কার্যকরী পদক্ষেপ ৷ ব্যাংকের ঋণ মুকুবের সিদ্ধান্ত মণিপুরবাসীকে অনেকটাই চাপমুক্ত করবে ৷ আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হবে ৷

আরও পড়ুন:ভারতের বাহ্যিক ঋণ 624 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, সংসদে জানাল কেন্দ্র

চলতি বছরের মে মাস থেকেই মেইতেই ও কুকি গোষ্ঠীর সংঘর্ষে জ্বলছে মণিপুর ৷ তার মধ্যেই ভাইরাল হয় একটি ভিডিয়ো ৷ যেখানে দেখা যায় দুই মহিলাকে বিবস্ত্র অবস্থায় জন সমক্ষে হাঁটানো হচ্ছে ৷ যা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে ৷ ঘটনার প্রতিবাদে মুখ খোলে সমস্ত রাজনৈতিকদলগুলি ৷ আপাতত সিবিআই এই ঘটনার তদন্তের দায়িত্বে ।

Last Updated : Aug 18, 2023, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details