চিন্দওয়াড়া (মধ্যপ্রদেশ), 30 মার্চ: মৃত্যুর তিন বছর পর ঋণ দিল ব্যাংক ৷ এমন আজব ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ৷ এদিকে মৃত চাষির পরিবারকে ব্য়াংকের সংশ্লিষ্ট শাখা থেকে নোটিশ পাঠানো হয়েছে ৷ তাতে ব্যাংকটি দাবি করেছে, গ্রাহক ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছেন (a deceased farmer was disbursed a loan three years after his death in Madhya Pradesh's Chindwara district) ৷
বিষয়টি সামনে আসে যখন কৃষকের পুত্র এই সমস্যা নিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের দ্বারস্থ হন ৷ চাউরি তেহসিলের তুনওয়াড়া গ্রামের বাসিন্দা শম্ভু দয়াল বার্মা কালেক্টরের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান তিনি ৷ কারণ, দেনা না-মেটানোর দায় তাঁদের কাঁধে চেপেছে ৷ আর এর ফলে তার কালো তালিকাভুক্ত হয়ে গিয়েছেন ৷ অন্য কোনও ব্যাংক থেকে ঋণও পাচ্ছেন না ৷
এ প্রসঙ্গে শম্ভু বলেন, "আমার বাবা আজব সিং বার্মা একজন কৃষক ছিলেন ৷ তিনি 2006 সালে একটি ঋণের আবেদন করেন ৷ ওই বছর তাঁর মৃত্যু হয় ৷ যদিও ব্যাংকটির ছিন্দওয়াড়া শাখা 2009 সালে তাঁর নামে সেই ঋণ মঞ্জুর করে ৷" তিনি আরও বলেন, "2018 সালে কমলনাথ সরকারের সময় রাজ্য সরকার কৃষকদের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছিল ৷ এমনকী আমরা সেই চিঠিও পেয়েছিলাম ৷ কিন্তু পরে ঋণের বিষয়ে এটা সামনে এল ৷ কিন্তু আমরা তো কোনও দিন ব্যাংক থেকে টাকা পাইনি ৷ তাহলে তারা ঋণ মকুব করবে কী করে ?"