নয়াদিল্লি, 22 নভেম্বর:পায়ে ম্যাসাজ করা নিয়ে বিপাকে পড়েছে আপ ৷ 19 নভেম্বর বিজেপি আইটি প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে দেখা যায়, তিহার জেলে দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পা মালিশ করছেন একজন ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ আজ ফের আরেকটি টুইট করে অমিত মালব্য ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন, "তিহার আধিকারিকদের উদ্ধৃতি প্রকাশ করেছে সংবাদসংস্থা ৷ তাতে জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন কয়েদি ৷ তার নাম রিঙ্কু ৷ সে পকসো আইনের (POCSO) 6 নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) 376, 506 এবং 509 ধারায় অভিযুক্ত ৷ রিঙ্কু কোনও ফিজিওথেরাপিস্ট নয় ৷ কেজরিওয়াল মিথ্যে কথা বলেছিলেন ৷ কিন্তু প্রশ্ন হল, কেজরি সত্যেন্দ্র জৈনকে বাঁচাতে উঠেপড়ে লেগেছেন কেন ?"
প্রসঙ্গত উল্লেখ্য, সত্যেন্দ্র জৈনের পা ম্যাসাজের ভিডিয়ো প্রকাশ্যে আসতে প্রথম দিকে চুপ করেছিল আপ ৷ পরে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেন, অমিত মালব্যর প্রকাশিত ভিডিয়োটি আসলে সত্যেন্দ্র জৈনের ফিজিওথেরাপির অংশ (Amit Malviya posts the identity of Satyendar Jains masseur in Tihar jail) ৷ বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, গুজরাত নির্বাচনের আগে বিজেপি ইচ্ছাকৃত এসব করছে ৷
আরও পড়ুন: তিহার জেলে কেজরির মন্ত্রীর 'পা মালিশ'! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর