বেঙ্গালুরু, 27 জানুয়ারি: চার বছরের হাজতবাস কাটিয়ে মুক্তি পেলেন বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী ভিকে শশিকলা । বুধবার তাঁকে মুক্তি দেন সংশোধনাগারের আধিকারিকরা । বর্তমানে কোরোনায় আক্রান্ত হয়ে ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি তিনি ।
সপ্তাহখানেক আগে কোরোনায় আক্রান্ত হওয়ায় ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয় শশিকলাকে । সেখানেই তাঁর চিকিত্সা চলছে । তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অবস্থার অবনতি হয়েছিল। পরে ধীরে ধীরে চিকিত্সায় সাড়া দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় । প্রথমে বোওরিং হাসপাতালে ভরতি ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার এক সময়ের সহকারী। সেখানে সিটি স্ক্যানের সুবিধা না থাকায় এবং নিরাপত্তার ঘাটতি থাকায় গত সপ্তাহের বৃহস্পতিবার ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় 63 বছরের শশিকলাকে।
বুধবার শশীকলার মুক্তির খবরে ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ভিড় জমান তাঁর সমর্থকরা। তাঁরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেন। এমন একটা সময়ে শশিকলা মুক্তি পেলেন যখন তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় । ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে দুই প্রধান প্রতিপক্ষ এআইএডিএমকে ও ডিএমকে।