পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 10, 2022, 12:54 PM IST

Updated : May 10, 2022, 2:01 PM IST

ETV Bharat / bharat

Pandit Shivkumar Sharma : থামল শিব-হরি জুটির সুরসাধনা, প্রয়াত কিংবদন্তি ‘সন্তুর’ বাদক শিবকুমার

‘সন্তুর’, বাদ্যযন্ত্রটির সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতাদের প্রেমে ফেলার অন্যতম হোতা শিবকুমার শর্মা ৷ জম্মুতে জন্ম, মুম্বইয়ে এসে শুরু সুরের সাধনা ৷ এদিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী (Pandit Shivkumar Sharma passes away) ৷

Shivkumar Sharma
প্রয়াত কিংবদন্তি ‘সন্তুর’বাদক

মুম্বই, 10 মে : প্রয়াত শিবকুমার শর্মা । মঙ্গলবার সকাল 9টা নাগাদ মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন কিংবদন্তি সন্তুরবাদক । মৃত্যকালে বয়স হয়েছিল 84 বছর (Santoor legend Pandit Shivkumar Sharma passes away) ।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাজপথে জম্মু ও কাশ্মীরের স্বল্পপরিচিত ‘সন্তুর’ নামক বাদ্যযন্ত্রটিকে পৌঁছে দিয়েছিলেন তিনি ৷ 1956 সালে শান্তারাম বাবুর নৃত্যকেন্দ্রীক সিনেমা ‘ঝনক ঝনক পায়েল বাজে’-র একটি দৃশ্যের জন্য আবহসঙ্গীত রচনা করেন শিবকুমার শর্মা । 1960 সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম । 1967 সালে, বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া এবং গিটারবাদক ব্রিজভূষণ কাবরার সঙ্গে ‘কল অফ দ্য ভ্যালি’ তৈরি করেন ৷ যা পরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা ‘হিট’ হিসেবে পরিণত হয় ।

আরও পড়ুন : রহে না রহে হম মেহকা করেঙ্গে...

বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে জুটি বেঁধে কালজয়ী সুরসৃষ্টি করেন শিবকুমার । 1980 সালে ‘সিলসিলা’ থেকে শুরু হওয়া জুটির সুরসাধনা চলেছে চারদশক । তাঁরা শিব-হরি সঙ্গীত যুগল হিসেবে পরিচিতি লাভ করেন । ফাঁসলে (1985), চাঁদনি (1989), লামহে (1991), ডর (1993)। জুটির প্রত্যেকটি সিনেমাই ছিল এক-একটি মিউজিক্যাল হিট ৷

কিংবদন্তি সরোদ বাদক আমজাদ আলি খান টুইটে লেখেন, ‘‘পণ্ডিত শিবকুমার শর্মাজির মৃত্যু একটি যুগের অবসান ঘটাল । তিনি ছিলেন সন্তুরের পথপ্রদর্শক এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অবদান অতুলনীয় । আমার জন্য এটি একটি ব্যক্তিগত ক্ষতি ৷’’

Last Updated : May 10, 2022, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details