মুম্বই, 10 মে : প্রয়াত শিবকুমার শর্মা । মঙ্গলবার সকাল 9টা নাগাদ মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হন কিংবদন্তি সন্তুরবাদক । মৃত্যকালে বয়স হয়েছিল 84 বছর (Santoor legend Pandit Shivkumar Sharma passes away) ।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাজপথে জম্মু ও কাশ্মীরের স্বল্পপরিচিত ‘সন্তুর’ নামক বাদ্যযন্ত্রটিকে পৌঁছে দিয়েছিলেন তিনি ৷ 1956 সালে শান্তারাম বাবুর নৃত্যকেন্দ্রীক সিনেমা ‘ঝনক ঝনক পায়েল বাজে’-র একটি দৃশ্যের জন্য আবহসঙ্গীত রচনা করেন শিবকুমার শর্মা । 1960 সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম । 1967 সালে, বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া এবং গিটারবাদক ব্রিজভূষণ কাবরার সঙ্গে ‘কল অফ দ্য ভ্যালি’ তৈরি করেন ৷ যা পরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা ‘হিট’ হিসেবে পরিণত হয় ।