দিল্লি, 3 ফেব্রুয়ারি: রাজ্যসভার ওয়েলে নেমে সরকারের বিরদ্ধে স্লোগান দেওয়ার জন্য সারাদিনের জন্য বরখাস্ত করা হল সঞ্জয় সিং-সহ আম আদমি পার্টির 3 সাংসদকে। মার্শাল দিয়ে তাঁদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এমনকী পরে লবি থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁদের।
বুধবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরুর পর কৃষকদের বিক্ষোভ প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আম আদমি পার্টির সাংসদরা। তিন সাংসদ ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সাংসদদের তাঁদের আসনে গিয়ে বসার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, বিরোধীদের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে যে, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন মোশনের জন্য যে 15 ঘণ্টা ধার্য করা হয়েছে, তখনই কৃষকদের বিষয়টি তোলা যেতে পারে।