পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষক বিক্ষোভ নিয়ে ওয়েলে নেমে স্লোগান, রাজ্যসভা থেকে বরখাস্ত 3 আপ সাংসদ - কৃষক বিক্ষোভ

রাজ্যসভার ওয়েলে নেমে স্লোগান দেওয়ায় সারাদিনের জন্য বরখাস্ত করা হল সঞ্জয় সিং-সহ আম আদমি পার্টির 3 সাংসদকে। মার্শাল দিয়ে তাঁদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি পরে লবি থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁদের।

Sanjay Singh among 3 AAP MPs suspended over sloganeering in Rajya Sabha over farmers' protest
রাজ্যসভা থেকে বরখাস্ত 3 আপ সাংসদ

By

Published : Feb 3, 2021, 6:59 PM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি: রাজ্যসভার ওয়েলে নেমে সরকারের বিরদ্ধে স্লোগান দেওয়ার জন্য সারাদিনের জন্য বরখাস্ত করা হল সঞ্জয় সিং-সহ আম আদমি পার্টির 3 সাংসদকে। মার্শাল দিয়ে তাঁদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এমনকী পরে লবি থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁদের।

বুধবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরুর পর কৃষকদের বিক্ষোভ প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আম আদমি পার্টির সাংসদরা। তিন সাংসদ ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সাংসদদের তাঁদের আসনে গিয়ে বসার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, বিরোধীদের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে যে, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন মোশনের জন্য যে 15 ঘণ্টা ধার্য করা হয়েছে, তখনই কৃষকদের বিষয়টি তোলা যেতে পারে।

আরও পড়ুন:কৃষক আন্দোলন : সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য বরাদ্দ 15 ঘণ্টা

কিন্তু তাঁরা সে কথা না-শুনে স্লোগান দিতে থাকায়, তাঁদের অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। তিনজন আপ সাংসদকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে আপের সাংসদ সঞ্জয় সিং বলেছেন, ''অধিবেশন কক্ষে আমরা আমাদের অসম্মতি জানিয়েছিলাম। আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম কারণ আলোচনায় কোনও কাজ হচ্ছে না। আমাদের তিনজনকে সারাদিনের জন্য বরখাস্ত করা হয়।''

ABOUT THE AUTHOR

...view details