মুম্বই, 14 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারানোর ক্ষমতা রাখেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি ৷ এমনটাই মনে করেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সঞ্জয় রাউত ৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশের বারাণসীর লোকেরা মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কাকেই প্রার্থী হিসেবেই চান ৷
তাঁর কথায়, বারাণসীতে প্রিয়াঙ্কা মোদির বিরুদ্ধে লড়াই করবেন কি না, সেটা একেবারেই কংগ্রেসের ওই নেত্রীর সিদ্ধান্ত হবে ৷ কিন্তু তিনি (প্রিয়াঙ্কা) যদি মোদির বিরুদ্ধে বারাণসীতে ভোটে লড়েন, তাহলে অবশ্যই জিতবেন ৷ তাঁর আরও দাবি, আগামী বছর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের তিনটি লোকসভা আসন রায়বরেলি, বারাণসী ও আমেঠিতে বিজেপির লড়াই অনেক কঠিন হবে ৷
কংগ্রেসের শক্তঘাঁটি: রায়বরেলি ও আমেঠি বরাবর কংগ্রেসের শক্তিঘাঁটি হিসেবে পরিচিত ৷ 2014 সালে উত্তরপ্রদেশের গেরুয়া ঝড়ের মধ্য়েও ওই দু’টি আসনে জিতেছিলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ পাঁচ বছর পর অবশ্য পরিস্থিতি কিছুটা বদলায় ৷ আমেঠি থেকে রাহুল গান্ধি হেরে যান ৷ তবে রায়বরেলির আসন দখলে রাখেন সোনিয়া গান্ধি ৷ 2019 সালের ওই লোকসভা নির্বাচনের কিছু আগেই রাজনীতিতে প্রবেশ প্রিয়াঙ্কার ৷ তাঁকে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে বসিয়ে দায়িত্ব দেওয়া পূর্ব উত্তরপ্রদেশের ৷
উত্তরপ্রদেশের পূর্ব অংশের মধ্যেই পড়ছে বারাণসীর আসনটি ৷ ফলে সেবারও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা লড়াই করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল ৷ তবে তা আর বাস্তবায়িত হয়নি ৷ কিন্তু দায়িত্ব নিয়ে উত্তরপ্রদেশে কংগ্রেসের ভোট-ভাগ্য খোলাতে পারেননি প্রিয়াঙ্কা ৷ বছর তিনকে পর 2022-এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পুরো দায়িত্ব প্রিয়াঙ্কার কাঁধেই ছিল ৷ তার পরও কংগ্রেসের ফল ভালো হয়নি ৷
আরও পড়ুন:মণিপুর জ্বলছে আর সংসদে দাঁড়িয়ে 'জোকস' প্রধানমন্ত্রীর, তীব্র আক্রমণ রাহুলের