হায়দরাবাদ, 24 জুন: গত কয়েকদিন ধরেই ডামাডোল চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে ৷ গত 12 ঘণ্টায় এখানকার রাজনীতি এক বড় বাঁক নিয়েছে ৷ রাজনৈতিক মহলের ধারণা ধীরে হলেও মহারাষ্ট্রের এই রাজনৈতিক যুদ্ধ মারাঠি অস্মিতা বা অহমিকার লড়াই হয়ে দাঁড়িয়েছে ৷ যেখানে বড় হয়ে দেখা দিচ্ছে মারাঠি পরিচয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের মন্তব্য ও তার প্রেক্ষিতে শরদ পাওয়ারের সাংবাদিক বৈঠক এই বিবাদে নয়া মাত্রা যোগ করেছে ৷ রাণের টুইটকে হাতিয়ার করে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সরাসরি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে ৷ নারায়ণ রাণের মন্তব্য তাঁরা সমর্থন করেন কি না, তা জানতে চেয়েছেন রাউত (Sanjay Raut questioned Modi-Shah for doing politics in Maharashtra using Marathi card) ৷
মহারাষ্ট্রে বর্তমানে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকার চলছে ৷ যে সরকারের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ শিবসেনার অন্দরের কোন্দলের ফলে এই সরকারের পতনের আশঙ্কা দেখা দিয়েছে ৷ জোটের অন্যতম শরিক হিসেবে সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, শিবসেনার বিদ্রোহী বিধায়করা যে কাজ করছেন তা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে ৷ বিদ্রোহীদের এর ফল ভোগ করতে হবে বলেও ইঙ্গিত দেন পাওয়ার ৷
শরদ পাওয়ারের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে বৃহস্পতিবার একটি টুইট করেন ৷ সেই টুইটে তিনি অভিযোগ করেন, বিধায়কদের হুমকি দিয়েছেন শরদ পাওয়ার ৷ অভিযোগ, হুমকির সুরে রাণে পালটা বলেন, শিবসেনার বিদ্রোহী বিধায়করা যদি বিধানসভায় কোনও নিগ্রহের স্বীকার হন, তাহলে তার ফল ভুগতে হবে শরদ পাওয়ারকে ৷