পুনে, 2 মে: শরদ পাওয়ার মঙ্গলবার ঘোষণা করেছেন যে, তিনি এনসিপি প্রধানের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর এই পদত্যাগের সিদ্ধান্তের পর তাঁর সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের তুলনা করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত ৷ তিনি পাওয়ারকে 'মহারাষ্ট্রের রাজনীতির প্রাণ' বলে উল্লেখ করেছেন ৷
এ দিন রাউত টুইটে লিখেছেন, "নোংরা রাজনীতি এবং অভিযোগে বিরক্ত হয়ে শিবসেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরেও শিবসেনা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন । ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে বলে মনে হচ্ছে...কিন্তু শিবসৈনিকদের ভালোবাসার কারণে তাঁকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল...বালাসাহেবের মতো পাওয়ার সাহেবও রাজ্যের রাজনীতির প্রাণ ।" রাউতের দল শিবসেনা (ইউবিটি) হল মহা বিকাশ আঘাড়ির একটি অংশ যা এনসিপি এবং কংগ্রেস নিয়ে গঠিত ।
সবাইকে অবাক করে দিয়ে শরদ পাওয়ার মঙ্গলবার বলেন যে, তিনি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন ৷ এই রাজনৈতিক দলটি তিনি 1999 সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পর থেকেই তিনিই ছিলেন এই দলের মাথা ৷ তিনি তাঁর আত্মজীবনীর একটি সংশোধিত সংস্করণ প্রকাশের সময় এই ঘোষণা করেন । এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে পাওয়ারকে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানান তাঁর দলের কর্মীরা ৷