মুম্বই, 1 জানুয়ারি: গত বছর সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেস যে 'জ্যোতি' (Aura) অর্জন করেছে, তা যদি 2023 সালেও অব্যাহত থাকে, তাহলে পরবর্তী লোকসভা নির্বাচনে সারা দেশ এক রাজনৈতিক বদলের সাক্ষী থাকতে পারে ৷ রবিবার এমনটাই দাবি করেছেন শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) ৷
শিবসেনার মুখপত্র 'সামনা'য় (Saamana) একটি সাপ্তাহিক 'কলাম' লেখেন সঞ্জয় ৷ সেখানেই তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেশে 'ঘৃণা ও বিভেদের বীজ' বপন করা উচিত নয় ৷ সঞ্জয়ের বক্তব্য, রাম মন্দিরের নির্মাণ সংক্রান্ত বিবাদ এখন মিটে গিয়েছে ৷ তাই ওই ইস্যুতে আর ভোট পাওয়া যাবে না ৷ "আর সেই কারণেই 'লাভ জিহাদ'কে সামনে আনা হচ্ছে ৷ এটি একটি নতুন এজেন্ডা ৷ নির্বাচনে জিততে এবং হিন্দুদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতেই কি লাভ জিহাদকে ব্যবহার করা হচ্ছে ?"
আরও পড়ুন:'নিউ ইয়ার গিফ্ট' ! বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কটাক্ষ কংগ্রেসের
এই প্রসঙ্গে সদ্য ঘটে যাওয়া অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু এবং শ্রদ্ধা ওয়াকারের খুনের প্রসঙ্গ উত্থাপন করেন সঞ্জয় ৷ সূত্রের দাবি, তুনিশা আত্মহত্যা করেছেন এবং তার জন্য তার জন্য তাঁর প্রাক্তন প্রেমিকই দায়ী করা হচ্ছে ৷ আবার শ্রদ্ধাকে খুনের কথা তাঁর প্রেমিক ইতিমধ্যেই কবুল করেছেন বলে দাবি করা হচ্ছে পুলিশের তরফে ৷ এই দু'টি ঘটনার জেরে আগেও সংশ্লিষ্ট কিছু মহলের পক্ষ থেকে লাভ জিহাদের প্রসঙ্গ তোলা হয়েছে ৷ এমনকী, বাড়ির অমতে শ্রদ্ধা যেভাবে তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, তা নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছিল সঞ্জয়কেও ৷ তবে, সামনায় সঞ্জয় রাউত দাবি করেছেন, তুনিশা শর্মা ও শ্রদ্ধা ওয়াকারের মৃত্যুর সঙ্গে লাভ জিহাদের কোনও সম্পর্ক নেই ৷ একইসঙ্গে তাঁর বক্তব্য, কোনও সম্প্রদায়েই নারীর অপমান, অসম্মান বা নিগ্রহ মেনে নেওয়া যায় না ৷
রবিবার ছিল ইংরেজি নতুন বছরের প্রথমদিন ৷ সে কথা স্মরণে রেখে সঞ্জয় রাউত লিখেছেন, তাঁর আশা 2023 সালে দেশ 'ভয়মুক্ত' হবে ৷ তাঁর কথায়, "ক্ষমতার রাজনীতিতে এসব কী হচ্ছে ! আশা করছি, রাহুল গান্ধির যাত্রা সফল হবে এবং এই যাত্রা তার লক্ষ্যপূরণ করবে ৷"
প্রসঙ্গত, মূলত চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই 2022 সালে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেন রাহুল গান্ধি ৷ গত 7 সেপ্টেম্বর (2022) তামিলনাড়ুর কন্য়াকুমারী থেকে এই যাত্রা শুরু করা হয় ৷ ঘোষিত নির্ঘণ্ট অনুসারে, চলতি মাসেই (জানুয়ারি, 2023) জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এই যাত্রা শেষ হয়ে যাবে ৷ কংগ্রেসের এই কর্মসূচি প্রসঙ্গে সঞ্জয় রাউত লিখেছেন, "2022 সালে রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেস এক নতুন ঔজ্জ্বল্য ও জ্যোতি পেয়েছে ৷ যদি 2023 সালেও তা একইভাবে অব্যাহত থাকে, তাহলে 2024 সালে (আগামী লোকসভা নির্বাচনে) আমরা একটি রাজনৈতিক পরবর্তনের সাক্ষী থাকতে পারি ৷"