মুম্বই, 21 ফেব্রুয়ারি: তাঁকে খুন করতে লোক ঠিক করেছেন শিন্ডের ছেলে, এমন অভিযোগ তুললেন উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ৷ মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমে জানান, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, মুম্বইয়ের এবং থানের পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন ৷ যদিও উপ-মুখ্যমন্ত্রীর পালটা দাবি সঞ্জয় রাউতের অভিযোগের কোনও ভিত্তি নেই ।
রাউতের দাবি, "বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি সাংসদ শ্রীকান্ত শিন্ডে থানের কুখ্যাত গুন্ডা রাজা ঠাকুরকে আমায় খুনের সুপারি দিয়েছে ৷ তাই আইন ও শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখার বিষয়টি জানিয়েছি ৷ আমি কোনও সুরক্ষার দাবি করিনি ৷" তিনি জানান, মহারাষ্ট্রে সরকার পরিবর্তনের পর তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ তবে এ নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই ৷ প্রসঙ্গত, শ্রীকান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র ৷ তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং একে নোংরা রাজনীতি বলে উল্লেখ করেছেন (Sanjay Raut alleges of killing him against Eknath Shinde Son) ৷
খুনের আশঙ্কা নিয়ে সঞ্জয় রাউত পুলিশের কাছেও চিঠি দিয়েছেন ৷ এর জবাবে ফড়নবিশ জানান, রাজ্যসভার সাংসদের ভিত্তিহীন অভিযোগ করার অভ্যেস আছে ৷ তবু পরিস্থিতি খতিয়ে দেখতে এই চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে ৷ চিঠিতে রাউতের অভিযোগ, "লোকসভা সাংসদ শ্রীকান্ত শিন্ডে থানের অপরাধী রাজা ঠাকুরকে 'সুপারি' দিয়েছেন ৷ এই তথ্যের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত ৷ একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে আপনাকে এই খবর দিচ্ছি ৷" চিঠির প্রতিলিপি দেবেন্দ্র ফড়নবিশ এবং থানে শহরের পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে খবর ৷ এদিকে উদ্ধব ঠাকরের ছেলে বিধায়ক আদিত্য ঠাকরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন ৷
আরও পড়ুন: শিবসেনার নাম ও প্রতীকের জন্য 2 হাজার কোটি টাকা হাত বদল হয়েছে, বিস্ফোরক সঞ্জয় রাউত