অযোধ্যা, 22 অক্টোবর: অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে ৷ এ বছর এই উৎসবকে ঐতিহাসিক রূপ দিতে চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না প্রশাসন ৷
অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ চলছে ৷ এরই মধ্যে দীপাবলি উৎসবকে আরও জাঁকজমক করে তুলতে রামায়ণের বিভিন্ন পর্ব তুলে ধরা হচ্ছে বালি দিয়ে ৷ হ্যাঁ, কাশী বিদ্যাপীঠ ফাইন আর্টস ডিপার্টমেন্টের ছাত্র, বালু শিল্পীরা রামায়ণের 'ভরত মিলাপ', 'ত্রেতা যুগে'র প্রতীক 'রাম লক্ষ্মণ, সীতা' ৷ হিন্দুধর্মে এই যুগ দ্বিতীয় এবং একটা দীর্ঘ সময়৷ সরকার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ৷
রূপেশ সিংয়ের নেতৃত্বে 20 জনের একটি দল গত দু'দিন ধরে এই কাজ করে চলেছে ৷ তিনি কাশী বিদ্যাপীঠের ফাইন আর্টস ডিপার্টমেন্টের ছাত্র ৷ বালু শিল্পী রূপেশ জানালেন, এ নিয়ে তৃতীয়বার তিনি অযোধ্যায় দীপোৎসবের অনুষ্ঠানে বালি দিয়ে শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন ৷ রামায়ণের চরিত্রগুলি বালি দিয়ে খোদাই করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজও তুলে ধরা হবে ৷ লঙ্কায় ভগবান রাম রাবণকে বধ করে৷ সেখানে জয়ের পর অযোধ্যায় ফিরে আসেন রামচন্দ্র ৷ এই পুরো ঘটনাগুলি পর্বাকারে বালি দিয়ে খোদাই করবেন শিল্পীরা ৷ ভগবান রামের পুষ্পক রথে অযোধ্যায় আগমন ৷ তারপর কেবত, এরপর ভরতের সঙ্গে মিলন এবং চরণ বন্দনা ৷ চরিত্রগুলিকে জীবন্ত করে তোলা হবে এই বালুশিল্পকর্ম দিয়ে ৷