পুরী(ওড়িশা), 23 জানুয়ারি:নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে বিশেষ শ্রদ্ধা জানালেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক (Sand Artis Sudarsan Pattnaik Pays Tribute) ৷ সোমবার 450টি স্টিলের বাটি ও 6টন বালি ব্যবহার করে তৈরি করলেন নেতাজির মুর্তি ৷ মহান দেশপ্রেমিকের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পুরীর সমুদ্র সৈকতে নিজের শিল্প ফুটিয়ে তুলেছেন তিনি (Sand Sculpture Tribute to Netaji Subhas Chandra Bose) ৷
স্বাধীনতা দিবস থেকে শুরু করে যেকোনও বড় অনুষ্ঠানে পুরীর সমুদ্র সৈকতে নিজের শিল্পকলা তুলে ধরেন প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক (Netaji Subhas Chandra Bose on His Birth Anniversary) ৷ কয়েকমাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিনে বালি মধ্যে নিজের শিল্পকলার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন ৷ এবার বাদ গেল না, মহান দেশনায়ক নেতাজির জন্মদিনও ৷ 23 জানুয়ারি এই মহান দেশনেতার জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী ৷ পুরীর সমুদ্র সৈকতে বালির মাধ্যমে 7 ফুট দৈর্ঘ্যে একটি মুর্তি তৈরি করেছেন ৷ পাশে লেখা জয় হিন্দ !