নয়াদিল্লি, 4 ডিসেম্বর : আজ দিল্লির সিঙ্ঘু সীমানায় ফের বৈঠকে বসবে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব (SKM Meeting on Parliament March) ৷ যেখানে স্থগিত রাখা সংসদে ট্র্যাক্টর অভিযান নিয়ে সিদ্ধান্ত নেবে কৃষক সংগঠনের এই যৌথ মঞ্চ ৷ প্রসঙ্গত, কৃষকদের দাবি দাওয়া নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা গত 29 নভেম্বর ট্র্যাক্টর নিয়ে সংসদ অভিযানের কর্মসূচি ঠিক করেছিল ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর, 21 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা বিদ্যুৎ আইন প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত বিল আনা সহ অন্যান্য দাবিতে সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়ে একটি চিঠি লেখে ৷ এমনকি এরই মাঝে সংসদে কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷ তাই 6 ডিসেম্বর পর্যন্ত সংসদ অভিযান স্থগিত করার কথা ঘোষণা করে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyuki Kisan Morcha) ৷
তবে, 27 নভেম্বরের সেই বৈঠকে এসকেএম’র তরফে বলা হয়, 4 ডিসেম্বর সিঙ্ঘু সীমানায় ফের তাদের নেতৃত্ব বৈঠকে বসবে (Samyukt Kisan Morcha Meeting on Parliament March) সংসদ অভিযান এবং কৃষক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৷ তবে, এর পুরোটাই নির্ভর করছে গত 21 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার সরকারকে লেখা চিঠির জবাবের উপর ৷ এ নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত জানিয়েছিলেন, ‘‘29 নভেম্বরের সংসদ অভিযান স্থগিত রাখা হল ৷ আমরা কেন্দ্রীয় সরকারকে 4 ডিসেম্বর পর্যন্ত ভাবনাচিন্তা করার সময় দিলাম ৷ 4 ডিসেম্বর কমিটি তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে (SKM Takes Decision on Farmer Protest) ৷’’
আরও পড়ুন : Tractor March Postponed: সংসদে ট্রাক্টর অভিযান স্থগিত রাখল সংযুক্ত কিষাণ মোর্চা