জামুই (বিহার), 27 অক্টোবর: দেড় বছরের প্রেম ৷ এ বার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন দুই তরুণী ৷ রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন দুই সমপ্রেমী ৷ গত 24 অক্টোবর বিহারের জামুইয়ের একটি মন্দিরে বিয়ে করেন তাঁরা ৷
বিহারের জামুই ও লখিসরাই জেলার ঘটনা ৷ নিশা কুমারী (18) এবং কুমকুম কুমারী ওরফে কোমল (20)-এর প্রেমকাহিনি শুরু হয়েছিল তাঁদেরই এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ৷ সেখানেই তাঁদের প্রথম দেখা হয় । অশোক তাঁতির কন্যা নিশা জামুইয়ের লক্ষ্মীপুর থানা এলাকার দিগ্গি গ্রামের বাসিন্দা ৷ আর কামেশ্বর তাঁতির মেয়ে কোমল লক্ষ্মীসরাই জেলার হালসি থানার কুসান্দা গ্রামের বাসিন্দা ।
দেড় বছর আগে নিশার মামার বিয়ে হয় । সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েই আলাপ হয় নিশা ও কোমলের ৷ এরপর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । যেহেতু তাঁরা কাছাকাছি গ্রামেই বাস করতেন, তাই প্রায়ই তাঁরা একে-অপরের সঙ্গে দেখা করতেন । এ ভাবে কিছুদিন কাটতেই তাঁরা বুঝতে পারেন যে তাঁরা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছেন ৷ গভীর প্রেমের বাঁধনে জড়িয়ে তাঁরা বিবাহিত জীবন কাটানোর সিদ্ধান্ত নেন ৷
যদিও তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসার পরই বাধার মুখে পড়তে হয় দু'জনকেই । কিন্তু কোনওকিছুই তাঁদের ভালোবাসা ও একে-অপরের প্রতি আকর্ষণকে টলাতে পারেনি ৷ অবশেষে, তাঁরা মন্দিরে গিয়ে প্রথা মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৷