পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SP Worker attempt Suicide : উত্তরপ্রদেশে ভোটে হেরে বিধানসভার সামনে আত্মহত্য়ার চেষ্টা সপা কর্মীর - UP Assembly Election

উত্তরপ্রদেশে সরকার গড়ার পথে বিজেপি তথা এনডিএ জোট ৷ এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পার করেছে বিজেপি (UP Assembly Election) ৷ তারপরেই বিধানসভার সামনে আত্মহত্য়ার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির এক কর্মী ।

SP Worker attempt Suicide in front of up assembly
বিধানসভার সামনে আত্মহত্য়ার চেষ্টা সপা কর্মীর

By

Published : Mar 10, 2022, 3:46 PM IST

Updated : Mar 10, 2022, 5:34 PM IST

লখনউ, 10 মার্চ : উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে চলছে ভোটগণনা ৷ উত্তরপ্রদেশে যোগী-ঝড়ে পাংচার সাইকেল ৷ তারপরেই ভোট গণনার চলাকালীন, বিধানসভার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির কর্মী নরেন্দ্র ওরফে পিন্টু ঠাকুর । পুলিশ ওই সপা কর্মীকে হাসপাতালে ভর্তি করেছে (Samajwadi Party worker attempted self-immolation in front of up assembly) ৷

কানপুরের এসপি নগরের সহ-সভাপতি নরেন্দ্র ঠাকুর ভোট গণনার দিন সকালে কানপুর থেকে লখনউ আসেন । লখনউতে পৌঁছেই 1 নম্বর অ্যাসেম্বলি গেটে গিয়ে পেট্রল ঢেলে গায়ে আগুন দেন তিনি । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দ্রুত ওই সপা কর্মীকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সিভিল হাসপাতালে নিয়ে যায় ৷ জরুরি বিভাগে তাঁর চিকিৎসা শুরু হয় । জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তাঁর শরীরের উপরের অংশ ঝলসে গিয়েছে । চিকিৎসারত অবস্থায় তিনি ইটিভি ভারত-কে বলেন, ‘‘বিজেপি ইভিএমে ত্রুটি করেছে, যার কারণে অখিলেশ ভাইয়া হারছেন ।’’

উত্তরপ্রদেশে সরকার গড়ছে বিজেপি ৷ এক্সিট পোলের হিসেব সত্যি করে গণনার এই রাজ্যে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ৷ গোরক্ষপুর (আর্বান) কেন্দ্র এক লক্ষের বেশি ব্যবধানে জিতেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ রেকর্ড গড়ে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে সরকার গড়তে চলেছে গেরুয়াশিবির (UP Assembly Election) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দু'দফার প্রচারের পরেও ভরাডুবি এড়াতে পারল না সমাজবাদী পার্টি ৷ অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধিকে দায়িত্ব দিয়েও ভরাডুবি এড়াতে পারল না কংগ্রেসও ৷

আরও পড়ুন : সাইকেল পাংচার, উত্তরপ্রদেশে যোগীই সিকন্দার

গেরুয়া শিবিরের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, ‘‘মানুষ মোদির নীতিতে আস্থা রেখেছেন ৷ উত্তরপ্রদেশে বিজেপি 300-এর কাছাকাছি আসন জিতবে ৷ তাতেই স্পষ্ট, উত্তরপ্রদেশে একটি নতুন ইতিহাস তৈরি হল ৷’’

আরও পড়ুন : গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, একাধিক আসনে এগিয়ে তৃণমূল জোটও

হাথরস, উন্নাও, লখিমপুর ৷ উত্তরপ্রদেশে প্রত্যেকের নজর ছিল এই তিন আসনের দিকে ৷ ভোটের আগে থেকেই রাজনৈতিক বোদ্ধারা দাবি করেছিলেন, যোগী ফিরলেও এই তিন আসনেই হারবে বিজেপি ৷ যদিও ফলপ্রকাশের পর দেখা গেল অন্য ছবি ৷ তিন বিধানসভাতেই ফের পদ্ম ফুটেছে ৷

Last Updated : Mar 10, 2022, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details