নয়াদিল্লি, 29 জানুয়ারি : নির্বাচনের আগে সবকিছু করতে পারে বিজেপি ৷ এমনই অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Samajwadi Party Chief Akhilesh Yadav Attacks BJP) ৷ শুক্রবার দিল্লিতে তাঁর হেলিকপ্টার দীর্ঘক্ষণ উড়তে না দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গেই বিজেপি সম্পর্কে অখিলেশ এমন অভিযোগ করেছেন ৷
তাঁর অভিযোগ, শুক্রবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে তাঁর একটি সাংবাদিক বৈঠক ছিল ৷ সেখানে যাওয়া আটকাতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁর হেলিকপ্টার আটকে দেয় (samajwadi party chief akhilesh yadav attacks bjp on chopper delay) ৷ এই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন (Akhilesh demands Election Commission to take cognizance) ৷
তাঁর অভিযোগ, তাঁর আগে দিল্লির ওই বিমানবন্দর থেকে কোনও এক বিজেপি নেতার বিমান উড়ে যায় ৷ সেই কারণে তাঁকে অপেক্ষা করতে হয় ৷ তাই তিনি প্রশ্ন তুলেছেন, কেন ওই বিজেপি নেতাকে অপেক্ষা করানো হল না ?