মুম্বই, 5 জুন: চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হল বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (Salman Khan and his father Salim Khan received a threat letter) ৷ বান্দ্রা পুলিশ এফআইআর রুজু করে এর তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, বান্দ্রা বাসস্ট্যান্ড থেকে এই হুমকি ভরা উড়ো চিঠি উদ্ধার হয়েছে ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷ তাঁর নিরাপত্তারক্ষীই এদিন সকাল সাড়ে 7টা নাগাদ চিঠিটি দেখতে পান ৷