পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Electoral Bonds: নির্বাচনী বন্ডের 29তম পর্বের বিক্রি শুরু হল সোমবার - নির্বাচনী বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ

Sale of 29th Tranche of Electoral Bonds Begins: নির্বাচনী বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার রায় যখন সংরক্ষিত করে রেখেছে সুপ্রিম কোর্ট, সেই সময় নতুন করে ওই বন্ড বিক্রি শুরু করল কেন্দ্রীয় সরকার ৷ 2018 সাল থেকেই এই বন্ড বিক্রি করছে কেন্দ্র ৷ এবার 29তম পর্বের বন্ড বিক্রি হচ্ছে ৷ গত মাসেই 28তম পর্বের বন্ড বিক্রি হয়েছে ৷

Electoral Bonds
Electoral Bonds

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 1:58 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: পাঁচ রাজ্য - রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভা নির্বাচনের মধ্যে সোমবার নির্বাচনী বন্ডের 29তম পর্বের বিক্রি শুরু হয়েছে । নির্বাচনী বন্ডের 28তম পর্বের বিক্রি শুরু হয়েছিল গত 4 অক্টোবর ৷ প্রায় একমাসের মধ্য়ে আবারও নির্বাচনী বন্ড বিক্রি শুরু হল ৷

নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থ জোগাড় করে রাজনৈতিক দলগুলি ৷ 2018 সালে এই বন্ড দেওয়া শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ ওই বছর 2 জানুয়ারি এই নিয়ে প্রথমবার বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ রাজনৈতিক দলগুলি যে অনুদান পায়, সেই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই কেন্দ্রের তরফে এই উদ্য়োগ নেওয়া হয়েছিল ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই-এর মাধ্যমে এই বন্ড বিক্রি করা হয় ৷ এবার নভেম্বরের 6 থেকে 20 পর্যন্ত এই বন্ড বিক্রি করা হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷

একটি রাজনৈতিক দল শুধুমাত্র অনুমোদিত ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নির্বাচনী বন্ড নগদ করতে পারে । নির্বাচনী বন্ড ইস্যু করার জন্য এসবিআই একমাত্র অনুমোদিত ব্যাংক । এসবিআই-এর বেঙ্গালুরু, লখনউ, সিমলা, দেরাদুন, কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, পটনা, নয়াদিল্লি, চণ্ডীগড়, শ্রীনগর, গান্ধিনগর, ভোপাল, রায়পুর ও মুম্বই শাখাতেই শুধুমাত্র এই বন্ড নগদ করার অনুমোদন রয়েছে ।

অর্থমন্ত্রক জানিয়েছে যে নির্বাচনী বন্ডগুলি ইস্যুর তারিখ থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত বৈধ থাকবে ৷ বৈধতার মেয়াদ শেষ হওয়ার পর এই বন্ড জমা করে কোনও রাজনৈতিক দল টাকা নিতে পারবে না ৷ আর বন্ড যেদিন জমা করা হবে, সেদিনই টাকা পাওয়া যাবে ৷

এদিকে নির্বাচনী বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷ কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর, সিপিএম, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআর-সহ চারটি পিটিশন দায়ের হয় ৷ সেই নিয়ে গত 31 অক্টোবর দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মামলার শুনানি হয় ৷ চারটি পিটিশনকে একত্র করে শুনানি হয় ৷

এই বিষয়ে বিস্তারিত শুনানি শেষে, সুপ্রিম কোর্ট গত 2 নভেম্বর রায় সংরক্ষণ করে । এর দু’দিন পর, সরকার সর্বশেষ রাউন্ড ইলেক্টোরাল বন্ড জারির জন্য বিজ্ঞপ্তি জারি করে । সোমবার থেকে যা বাজার ছাড়া হল ৷ এমন একটা সময় এই বন্ড বাজারে এল, যখন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে ৷

আগামিকাল মঙ্গলবার ছত্তিশগড়ে প্রথম দফার ভোট ৷ ওই দিনই মিজোরামের সব আসনে বিধানসভা ভোট হবে ৷ আগামী 17 নভেম্বর মধ্যপ্রদেশের সব আসনে এবং ছত্তিশগড়ে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন ৷ রাজস্থানে আগামী 25 নভেম্বর ও তেলেঙ্গানায় আগামী 30 নভেম্বর বিধানসভার নির্বাচন ৷ আগামী 3 ডিসেম্বর এই পাঁচটি রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন:'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের

ABOUT THE AUTHOR

...view details