নয়াদিল্লি, 29 জুন : রাষ্ট্রপতির (President Ram Nath Kovind) সরেস মন্তব্যে উত্তাল নেটদুনিয়া ৷ অধিকাংশেরই প্রশ্ন, সত্যিই কি শিক্ষকদের থেকেও কম রোজগার করেন দেশের প্রথম নাগরিক ? নাকি তাঁর উপার্জনের আরও অনেক মাধ্যম আছে ? মাস মাইনে ছাড়া আর কী কী সুবিধা পান তিনি ? তারই একটা খোঁজ নেওয়ার চেষ্টা করল ইটিভি ভারত ৷ সেই তথ্যই তুলে ধরা হল পাঠকদের জন্য ৷
2017 সালের অক্টোবর মাস ৷ ভারত সরকারের তরফে স্থির করা হয়, বাড়ানো হবে রাষ্ট্রপতির মাসিক বেতন ৷ 1 লাখ 50 হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হবে 5 লাখ ৷ সেই মতোই, এখন প্রতি মাসে 5 লাখ টাকা বেতন পান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
বেতনের পাশাপাশি বেশ কিছু বাড়তি সুবিধাও পান ভারতের রাষ্ট্রপতি ৷ সেগুলো কী ?
চিকিৎসার জন্য একটি পয়সাও খরচ করতে হয় না রাষ্ট্রপতিকে ৷ সারা জীবনের জন্য থাকার বন্দোবস্তও পাকা থাকে ৷ এছাড়া, প্রতি মাসে পেনশন বাবদ 1 লাখ 50 হাজার টাকা পান তিনি ৷ রাষ্ট্রপতির স্ত্রীও দেশের ফার্স্ট লেডি হিসাবে নানা সুযোগ, সুবিধা পান ৷ শুধুমাত্র সচিবালয় সংক্রান্ত সহযোগিতার জন্য মাসে 30 হাজার টাকা দেওয়া হয় তাঁকে ৷
সংবিধানের 52 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিই দেশের প্রধান ৷ এই কারণে তাঁকে দেশের সাংবিধানিক প্রধানও বলা হয় ৷ পদাধিকার বলে তিনিই দেশের সমস্ত সামরিক ও সশস্ত্রবাহিনীর প্রধান ৷ তিনি দেশের প্রথম নাগরিক ৷ এবং তিনিই দেশের একতা ও সংহতির প্রতীক ৷ ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের 14তম রাষ্ট্রপতি ৷
আরও পড়ুন :Ram Nath Kovind : কেন এমন বললেন রাষ্ট্রপতি...
কেন বাড়ল রাষ্ট্রপতির বেতন ?
সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ায় রাষ্ট্রপতির মাস মাইনে এক ধাক্কায় বেড়েছে প্রায় 200 শতাংশ ৷ কিন্তু প্রশ্ন হল, হঠাৎই এতটা বৃদ্ধির দরকার কী ছিল ? সেটা জানতে হলে আমাদের একটু পিছনে হাঁটতে হবে ৷ সংবিধান বলছে, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নাগরিক হলেন রাষ্ট্রপতি ৷ অর্থাৎ, তাঁর স্থান বাকি সকলের থেকে উপরে ৷ কিন্তু সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে পর্যন্ত দেশের এই সর্বোচ্চ শক্তিধর মানুষটিরই মাসিক বেতন ছিল মাত্র 1 লাখ 50 হাজার টাকা ৷ অথচ, সেই সময়েই কেন্দ্রের ক্য়াবিনেট সচিবের মাসিক বেতন ছিল 2 লাখ 50 হাজার টাকা ৷ অর্থাৎ, দেশের প্রথম নাগরিকের থেকেও একজন সরকারি আমলার বেতন অনেকটাই বেশি ছিল ৷ যা রাষ্ট্রপতির পক্ষে অত্যন্ত অসম্মানের ৷ এই কারণেই তাঁর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷
বেতন-সহ আর কী কী সুবিধা পান রাষ্ট্রপতি ?
1) মাসিক 5 লাখ টাকা বেতন
2) বিনামূল্যে সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা (সারা জীবনের জন্য)