নয়াদিল্লি, 7 জুন: কুস্তিগীরদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলছে দিল্লি পুলিশ ৷ মঙ্গলবার মধ্যরাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন, প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে 'আলোচনা' করতে রাজি কেন্দ্রীয় সরকার। যদিও কুস্তিগীরদের বক্তব্য ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তাঁরা যে প্রতিক্রিয়া চেয়েছিলেন, তা তাঁরা পাননি। তবে এমতাবস্থায় বুধবার বেলা 12 টা নাগাদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিবাদী কুস্তিগীররা ৷
বৈঠক শেষে, সাক্ষী, বজরংরা জানালেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর তুলছে দিল্লি পুলিশ ৷ সেই সঙ্গে কুস্তিগীরদের আশ্বস্ত করা হয়েছে, 15 জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে ৷ ফলত আপাতত স্থগিত সাক্ষীদের আন্দোলন ৷ বজরং বৈঠক শেষে সংবাদসংস্থা এএনআইকে বলেন, "সরকার আমাদের আশ্বস্ত করেছে যে আগামী 15 জুনের মধ্যে পুলিশের তদন্ত শেষ হবে। পেশ করা হবে চার্জশিট ৷ আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুুরাগ ঠাকুরকে অনুরোধ করেছি কুস্তিগীরদের বিরুদ্ধে সমস্ত এফআইআর ফিরিয়ে নিতে হবে ৷ তিনি তাতে সম্মতি দিয়েছেন। যদি 15 জুনের মধ্যে কোনও ব্যবস্থা না-নেওয়া হয় তবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব ৷ 15 জুনের পরে পরবর্তী সিদ্ধান্ত নেব ৷ আপাতত আমাদের বন্ধ থাকবে আন্দোলন ৷ ।"