আমেদাবাদ, 8 ডিসেম্বর: বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। তারপরেই ফের তাঁকে গ্রেফতার করা হয় । এদিন টুইট করে এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Saket Gokhale again arrested after getting bail) । তিনি লেখেন, আমেদাবাদের সাইবার পিএস থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ/ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যায় । এর আগে সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে তাঁকে গ্রেফতার করে আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷
একই সঙ্গে ডেরেক জানিয়েছেন, দলের সাংসদরা ইতিমধ্যেই গুজরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । তাদের জাতীয় মুখপাত্রকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে পথে নামবে দল । তাঁর অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি । অথচ একই ঘটনা নিয়ে টুইট করায় সাকেতকে গ্রেফতার করা হয়েছে ।
আরও পড়ুন: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলীয় মুখপাত্র, প্রতিবাদ তৃণমূলের