পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saket Gokhale: 'গণতন্ত্র ধ্বংসের মুখে', ফের সাকেতের গ্রেফতারিতে তোপ অভিষেকের; গুজরাতে তৃণমূলের প্রতিনিধি দল

ফের সাকেত গোখেলের (Saket Gokhale) গ্রেফতারিতে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ গুজরাতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন তিনি ৷ এ দিকে, তৃণমূলের প্রতিনিধি দল রওনা দিয়েছে মোরবির পথে ৷

Saket Gohale Arrested: AITC delegation goes to Gujarat, Abhishek Banerjee says Democracy remains to be in shambles
'গণতন্ত্র ধ্বংসের মুখে', ফের সাকেতের গ্রেফতারিতে তোপ অভিষেকের; গুজরাতে তৃণমূলের প্রতিনিধি দল

By

Published : Dec 9, 2022, 12:22 PM IST

Updated : Dec 9, 2022, 12:55 PM IST

আমেদাবাদ, 9 ডিসেম্বর: গণতন্ত্র এখন ধ্বংসের মুখে (Democracy remains to be in shambles)৷ জামিনে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাতে ফের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেলের (Saket Gokhale) গ্রেফতারির ঘটনায় এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ তিনি একহাত নিয়েছেন গুজরাতের নির্বাচন কমিশনকেও ৷

শুক্রবার টুইটে অভিষেক লিখেছেন, "গত তিন দিনের মধ্যে গুজরাত পুলিশ সাকেত গোখেলকে দু বার গ্রেফতার করেছে, তাও এখনও আদর্শ আচরণবিধি বহাল রয়েছে ! নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে ৷ ক্রমাগত তারা বিজেপির অনুগত হিসাবে কাজ করে চলেছে ৷ গণতন্ত্র ধ্বংসের মুখে রয়েছে !"

এ দিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, এর বিরুদ্ধে তীব্র লড়াই চলবে ৷ তৃণমূলের প্রতিনিধি দল (AITC delegation goes to Gujarat) মোরবির পথে রওনা দিয়েছে ৷ আজই আমেদাবাদ হাইকোর্টে সাকেত গোখেলের (Saket Gokhale Arrested) জামিনের দাবিতে আবেদন জানানো হবে ৷

আরও পড়ুন:জামিন পাওয়ার পরে ফের গ্রেফতার সাকেত, প্রতিবাদে মোদি-রাজ্যে যাচ্ছেন তৃণমূল সাংসদরা

শুক্রবার আমেদাবাদে তৃণমূল প্রতিনিধি দলের পৌঁছনোর ছবি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় ৷ সেখানেই দলের তরফে লেখা হয়েছে, "সব স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের নির্ভীক যুদ্ধ অব্যাহত আছে...আমাদের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে সত্যি কথা বলার মূল্য দিতে হচ্ছে ৷ কিন্তু আমরা লড়াই করব । তৃণমূলের প্রতিনিধি দল মরবির পথে রওনা দিয়েছে । আমেদাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করা হবে ৷"

বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে । তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করা হয় । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ টুইটে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন লেখেন, আমেদাবাদের সাইবার পিএস থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ/ওয়ারেন্ট ছাড়াই পুলিশ সাকেতকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যায় । এর আগে সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে তাঁকে গ্রেফতার করেছিল আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷

উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি ৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷

Last Updated : Dec 9, 2022, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details