পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shraddha Walker Murder Case: আমিনের নার্কো পরীক্ষার অনুমতি সাকেত আদালতের - Delhi police thinks Narcotics test will be crucial

তদন্তকারীরা জানিয়েছেন গ্রেফতার হওয়ার পর প্রখম থেকেই তদন্তকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে আমিন । তাই তাঁকে আরও বিস্তারিতভাবে জেরা করতে চায় দিল্লি পুলিশ । সেক্ষেত্রে এই নার্কোটিক্স পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে (Delhi police thinks Narcotics test will be crucial)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 17, 2022, 8:38 AM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) খুনে মূল অভিযুক্ত আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawalla) নার্কোটিক্স পরীক্ষার অনুমতি দিল দিল্লির সাকেত আদালত (Saket court allows narcotics test of the accused Aftab Amin Poonawalla)। এর আগেও পুলিশ এই পরীক্ষা করতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিল । শেষমেশ আদালত বুধবার সেই অনুমতি দিয়েছে । এদিকে বুধবারই আমিনকে এআইএমসে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায় পুলিশ ।

তদন্তকারীরা জানিয়েছেন গ্রেফতার হওয়ার পর প্রখম থেকেই তদন্তকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে আমিন । তাই তাঁকে আরও বিস্তারিতভাবে জেরা করতে চায় দিল্লি পুলিশ । সেক্ষেত্রে এই নার্কোটিক্স পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে । এদিকে দিল্লির পুলিশ কমিশনার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করছেন এই ঘটনার তদন্তে । ওই দলে স্পেশাল কমিশনার থেকে শুরু করে জয়েন্ট কমিশনার আছেন । এছাড়া দিল্লি পুলিশের ট্রাফিক থেকে শুরু করে অপরাধদমন শাখার উচ্চিদস্থ আধিকারিকরাও আছেন ।

আরও পড়ুন:শ্রদ্ধার 'খুনি'কে ফাঁসিতে ঝোলানো হোক, দাবি সঞ্জয় রাউতের

এর আগেই শ্রদ্ধা ওয়াকার খুনে মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর দাবিতে সরব হন শিবসেনার রাজ্যসভার সাংসদ (Shiv Sena MP) সঞ্জয় রাউত (Sanjay Raut) ৷ বুধবার মুম্বইয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেন, "এখনও পর্যন্ত যে সমস্ত তথ্যপ্রমাণ সামনে এসেছে, তা থেকেই স্পষ্ট যে শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছে তাঁরই প্রেমিক ৷ এসব ক্ষেত্রে আদালতে আইনি বিচারের কোনও প্রয়োজন নেই ৷ সমাজেরই এগিয়ে এসে বিচার করা উচিত ৷ ওই খুনিকে সবার সামনে ফাঁসিতে ঝোলানো উচিত ৷"

শুধু সঞ্জয় রাউত নন, এই ধরনের দাবি তুলছেন অনেকেই । সামাজিক মাধ্যমে এ নিয়ে লাগাতার প্রচারও চলছে। এরইমধ্যে গোটা ঘটনাটি শুরু থেকে খতিয়ে দেখছে পুলিশ । তদন্তের কোনও অংশে যাতে ফাঁক থেকে না যায় তাই নিশ্চিত করতে চায় পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details