নয়াদিল্লি, 12 জানুয়ারি : সিদ্ধার্থকে ক্ষমা করলেন সাইনা ৷ শাটলার বুধবার জানান, তিনি নিজের জায়গায় খুশি ৷ অভিনেতার সঙ্গে শাটলারের সরাসরি কথা না হলেও জানা গিয়েছে তিনি খুশি যে সিদ্ধার্থ নিজের ভুল স্বীকার করেছেন (Saina Reacts to Siddharths Apology) ৷
পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে টুইট করেন শাটলার সাইনা নেহওয়াল (Saina on PM Modi security) ৷ তাঁর সেই টুইটের প্রতিক্রিয়ায় টুইট করে সাইনাকে আক্রমণ করেন অভিনেতা সিদ্ধার্থ, যা নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় ৷ জাতীয় মহিলা কমিশন অভিনেতার টুইটার অ্যাকাউন্টটি ব্লক করার দাবি জানায় ৷ তারপর টুইটটি মুছে দেন অভিনেতা ৷ গতকাল রাতে টুইটারে একটি চিঠি পোস্ট করে সাইনার কাছে ক্ষমাও চান ৷ বলেন, "অভদ্র রসিকতার জন্য আমি ক্ষমা চাইতে চাইছি ৷ আপনি আমার কাছে সবসময়ই চ্যাম্পিয়ন থাকবেন ৷"