পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তুরস্কে নিখোঁজ ভারতীয় নাবিকের দেহ উদ্ধার গভীর সমুদ্রে, মৃত্যুর খবর মানতে নারাজ পরিবার - Sailor Ankit Saklani

Sailor Ankit Saklani's Body Recovered: 16 ডিসেম্বর তুরস্কে জাহাজ থেকে নিখোঁজ হওয়া ভারতীয় নাবিকের দেহ উদ্ধার হল গভীর সমুদ্রে ৷ 2 সপ্তাহ পরে তুরস্কে নিখোঁজ দেরাদুনের বাসিন্দা নাবিক অঙ্কিত সাকলানির দেহ উদ্ধার হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 9:21 PM IST

দেরাদুন, 30 ডিসেম্বর: দেরাদুনের বাসিন্দা নিখোঁজ নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর ৷ গত 16 ডিসেম্বর তুরস্কে জাহাজ থেকে নিখোঁজ হয়ে যায়, অঙ্কিত সাকলানি নামে বাণিজ্যিক জাহাজের ওই নাবিক ৷ আজ অঙ্কিতের কোম্পানির তরফে পরিবারকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে অঙ্কিত সাকলানির দেহ উদ্ধার করা হয়েছে ৷ যদিও, পরিবারের তরফে ইটিভি ভারতকে জানানো হয়েছে, শিপিং সংস্থার তরফে তাঁদের মিথ্যে বলা হচ্ছে প্রতিনিয়ত ৷ তাঁরা বিশ্বাস করেন না, উদ্ধার হওয়া দেহ অঙ্কিতের ৷

পরিবারের তরফে বলা হয়েছে, সংস্থার দাবি নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পর সমুদ্র থেকে অঙ্কিতের দেহ উদ্ধার হয়েছে ৷ কিন্তু, কীভাবে 2 সপ্তাহ ধরে জলে পরে থাকা দেহকে অঙ্কিতের বলে দাবি করছে শিপিং সংস্থা ? পরিবারকে সংস্থার তরফে বলা হয়েছে, ঘটনার সময় অঙ্কিত সাদা ও লাল রংয়ের পোশাক পড়েছিলেন ৷ সেই পোশাক দেখেই নাকি, জাহাজের বাকি কর্মীরা অঙ্কিতের দেহ সনাক্ত করেছেন ৷ কিন্তু, সংস্থার সেই দাবি মানতে চায়নি পরিবারের সদস্যরা ৷ ওই দেহ অঙ্কিতের হতে পারে না বলে জানিয়েছে পরিবার ৷

তাদের অভিযোগ উদ্ধার হওয়া দেহের কোনও ছবি পরিবারকে পাঠানো হয়নি এখনও পর্যন্ত ৷ এমনকী পরিবারের তরফে দেহের ডিএনএ টেস্ট করানোর কথা বলা হয়েছে ৷ এ নিয়ে ওই শিপিং সংস্থা কোনও কথাই নাকি বলতে চায়নি ৷ প্রশ্ন উঠছে, দীর্ঘ সময় সমুদ্রের জলে পড়ে থাকা দেহ কীভাবে খালি চোখে দেখে সনাক্ত করা হল ? আর পরিবারের সদস্য ছাড়া দেহ অন্য কেউ কীভাবে সনাক্ত করতে পারে ? আর দু’সপ্তাহ সমুদ্রে কারও দেহ পড়ে থাকলে, তা ফুলে ফেঁপে যাবে ৷ দেহে পচন ধরবে ৷ সেক্ষেত্রে ডিএনএ পরীক্ষা না করে, একটি দেহ শনাক্ত করে ফেললেন জাহাজের বাকি কর্মীরা ?

পরিবারের অভিযোগ, এই সংস্থায় অঙ্কিত সাকলানি নিরাপদে ছিলেন না ৷ তিনি জাহাজ থেকে স্ত্রী ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ সেই সময় তিনি জানিয়েছিলেন, জাহাজে থাকাকালীন তাঁর কিছু হলে, সেখানকার লোকজন তার জন্য দায়ী থাকবেন ৷ কিন্তু, কেন এ কথা বলেছিলেন অঙ্কিত ? তা অঙ্কিত তাঁর স্ত্রী এবং ভাইকে জানাননি ৷ উল্লেখ্য, দেরাদুনের বাসিন্দা অঙ্কিত দীর্ঘদিন একটি শিপিং সংস্থায় চাকরি করছিলেন ৷ 2023 সালের 1 ডিসেম্বর তিনি মুম্বইয়ের একটি শিপিং সংস্থায় যোগ দেন ৷ সেই সংস্থা থেকে তাঁকে তুরস্কে পাঠানো হয় পোস্টিংয়ে ৷

পরিবার জানিয়েছে, প্রথম 10দিন সব ঠিকঠাকই চলছিল ৷ এর পরেই সমস্যার শুরু হয় ৷ পরিবারের অভিযোগ সেখানে কাজ নিয়ে জাহাজের বাকিদের সঙ্গে সমস্যা শুরু হয় অঙ্কিতের ৷ তখনই বাড়িতে যোগাযোগ করে প্রাণহানির আশঙ্কা করেছিলেন অঙ্কিত সাকলানি ৷ আর 16 নভেম্বর শিপিং সংস্থা থেকে বাড়িতে ফোন করে জানানো হয়, অঙ্কিত জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন ৷ তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে ৷ আর আজ খবর আসে, ঘটনাস্থল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অঙ্কিতের দেহের সন্ধান পাওয়া গিয়েছে ৷ কিন্তু, ঘটনায় রহস্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে ৷ তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ দ্রুত উদ্ধার হওয়া দেহ দেশে ফিরিয়ে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার দাবি তুলেছে পরিবার ৷

আরও পড়ুন:

  1. হাওড়ার গড়চুমুকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের
  2. মুম্বই বন্দরে আসছে বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটো, নিরাপদে 20 জন ভারতীয়-সহ 21 নাবিক

ABOUT THE AUTHOR

...view details