পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Subrata Roy: বিহার টু মুম্বই, সুব্রত রায়ের জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও - সাহারাশ্রী সুব্রত রায়

বিহারের আরারিয়া জন্মগ্রহণ করেছিলেন 'সাহারাশ্রী' সুব্রত রায় ৷ চিটফান্ডের সংস্থায় তাঁর প্রথম চাকরি ৷ তারপর শুধুই উত্থান ৷ জীবনের শেষ বেলায় অবশ্য কারাবাসও হয়েছিল এই প্রবাসী বাঙালি শিল্পপতির ৷

ETV Bharat
সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায় প্রয়াত

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 10:32 AM IST

Updated : Nov 15, 2023, 10:57 AM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর:প্রয়াত সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায় ৷ মঙ্গলবার রাত 10.30 মিনিটে মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ 12 নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসার এবং অন্য নানা রোগে ভুগছিলেন ৷ মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷

এই বাঙালি শিল্পপতি 1978 সালে সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠা করেন ৷ অ্যাম্বিভ্যালি সিটির পাশাপাশি সাহারা বিমানবন্দর থেকে শুরু করে সংবাদমাধ্যমের মতো নানা ক্ষেত্রেই সাহারা গ্রুপ ডালপালা বিস্তার করে ৷ 2012 সালে দেশের সবচেয়ে প্রভাবশালী 10 জনের মধ্যে সুব্রত রায়কে জায়গা দিয়েছিল টাইম ম্যাগাজিন

দেশ স্বাধীন হওয়ার ঠিক পরের বছর, 1948 সালের 10 জুন বিহারের আররিয়া জেলায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সুব্রত রায় ৷ শৈশবে লেখাপড়ার প্রাথমিক পাঠ নেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ৷ পরে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন ৷ পড়াশোনা শেষ করে তিনি ব্যবসায় মন দেন ৷ গোরক্ষপুর থেকেই ব্যবসা শুরু করেন সেদিনের তরুণ সুব্রত রায় ৷ পরে সেই ব্যবসারই নামকরণ করেন সাহারা ইন্ডিয়া ৷ তবে সুব্রত রায় চাকরিও করেছেন ৷ 1976 সালে তিনি একটি চিটফান্ড সংস্থায় চাকরি করেন ৷ পরে সেই কোম্পানিটি তিনি নিজেই অধিগ্রহণ করেন ৷

এরপর তিনি ধীরে ধীরে উন্নতির চরম শিখরে পৌঁছন ৷ 1992 সালে 'রাষ্ট্রীয় সাহারা' প্রতিষ্ঠার মাধ্যমে মিডিয়ায় হাতেখড়ি হয় সাহারা গোষ্ঠীর ৷ রাষ্ট্রীয় সাহারা নামের একটি কাগজ চালু করেন সুব্রত রায় ৷ এরপর পুনেতে অ্যাম্বিভ্যালি সিটি তৈরি করেন ৷ বিদেশেও বহু সম্পত্তি কিনেছিলেন সুব্রত রায় ৷

2014 সাল থেকে শিল্পপতির জীবনে কার্যত অন্ধকার নেমে আসে ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে ৷ আইনি সমস্যায় জড়িয়ে পড়েন সুব্রত রায় । সাহারা ইন্ডিয়া পরিবারে নেমে আসে দুর্দিন ৷ এমনকী বিষয়গুলি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ এই দীর্ঘ আইনি জটিলতা শেষে তাঁর কারাবাস হয় ৷ তিনি কিছুকাল তিহার জেলে কাটিয়েছেন ৷ পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান ৷

আরও পড়ুন:

1. বাসুদেব আচারিয়াকে শেষ শ্রদ্ধা বিমান-সেলিমদের

2. প্রয়াত সাহারার প্রতিষ্ঠাতা সুব্রত রায়, দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে

3. গরীবের মেয়ের বিয়েতে 'মুশকিল আসান' ছিলেন সইফুদ্দিন, তারপরেও কেন... উত্তর খুঁজছে দলুয়াখাকি

Last Updated : Nov 15, 2023, 10:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details