মুম্বই, 15 নভেম্বর: প্রয়াত সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায় ৷ মঙ্গলবার রাতে মুম্বইয়ের কোকিলাবেন অম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার-সহ একাধিক রোগে ভুগছিলেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ সাহারা গ্রুপের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সুব্রত রায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কোকিলাবেন ধীরুবাই অম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর, মঙ্গলবার 10.30 টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷ এর সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল ৷
খুচরো ব্যবসা থেকে শুরু করে পরবর্তী সময়ে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুব্রত ৷ তবে তাঁকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল ৷ একাধিক আইনি যুদ্ধ লড়তে হয়েছিল ৷ 2011 সালে শেয়ার সংক্রান্ত লেনদেনের নিয়ন্ত্রক সংস্থা সেবি সাহারা ইন্ডিয়াকে নির্দেশ দেয়, বন্ড বিক্রি করে বিনিয়োগকারীদের থেকে যে অর্থ তোলা হয়েছে, তা তাঁদের ফেরত দিয়ে দিতে হবে ৷ এরপর থেকে একাধিকবার ধাক্কা খেতে হয় 'সাহারশ্রীকে'
বন্ড বিক্রি করে অর্থ তোলার সময় সাহারা ইন্ডিয়া রিয়্যাল এস্টেট কর্পোরেশন লিমিটে বা এসআইআরইসিএল নিয়ম লঙ্ঘন করেছে বলে জানায় সেবি ৷ এ নিয়ে দীর্ঘ সময় ধরে আইনি যুদ্ধ চলে ৷ শেষে 2012 সালের 31 অগস্ট সুপ্রিম কোর্ট সেবি-র দেওয়া নির্দেশকেই মান্যতা দেয় ৷ শীর্ষ আদালত সাহারার দু'টি সংস্থাকে বিনিয়োগকারীদের থেকে তোলা অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ পাশাপাশি, বিনিয়োগকারীদের 15 শতাংশ সুদ দেওয়ারও নির্দেশ দেয় আদালত ৷
সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায় একবার সুপ্রিম কোর্টে হাজির দিতে গিয়ে একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ৷ সেই সময় গোয়ালিয়রের এক ব্যক্তি তাঁকে 'চোর' বলে সম্বোধন করেন এবং তাঁকে লক্ষ্য করে কালি ছিটিয়ে দেন ৷ এদিকে আদালতের নির্দেশ মেনে সাহারা গ্রুপের দু'টি কোম্পানি বিনিয়োগকারীদের 20 হাজার কোটি টাকা ফিরিয়ে দিতে ব্যর্থ হয় ৷ 2014 সালে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত ৷ পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান ৷ শেষমেশ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর প্রয়াত হলেন 'সাহারাশ্রী' সুব্রত রায়।