পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Haridwar Saints Meeting : হরিদ্বারে বিলাসবহুল হোটেলে সাধুদের ধর্ম সম্মেলন, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

বিলাসবহুল হোটেলে সাধুদের ধর্ম সম্মেলন (Haridwar Saints Meeting), তবে কি বদলাচ্ছে তাঁদের জীবন যাপন ?

Haridwar Saints Meeting in hotel
হরিদ্বারে বিলাসবহুল হোটেলে সাধুদের ধর্ম সম্মেলন

By

Published : May 13, 2022, 10:39 PM IST

হরিদ্বার, 13 মে : সময়ের সঙ্গে সঙ্গে বদলাছে যুগ ৷ বদলাচ্ছে বিশ্ব, দেশ ৷ বিশ্বায়নের হাত ধরে আধুনিক যাপনে ধীরে ধীরে অভ্যস্থ হয়ে পড়ছে নগর জীবন ৷ তবে শুধু আমি, আপনি নই, এই আধুনিকতার ছোঁয়া এখন ধর্মনগরীর সাধু-সন্তদের জীবনেও ৷ অবস্থা এমন যে আগে মঠে বা মন্দিরে সাধু-সন্তদের যে বৈঠক হতো তা এখন হচ্ছে বিলাসবহুল হোটেলে ৷ যা দেখে অনেকেই বলছেন, বৈশ্বয়িক জগৎ থেকে দূরে থাকা সাধুদের জীবনেও আধুনিকতার প্রভাব পড়ছে ৷ শুক্রবার হরিদ্বারের হোটেল ক্লাসিক রেসিডেন্সিতে আয়োজিত সাধুদের একটি বৈঠক যেন এই আলোচনারই সত্যতা প্রমাণ করছে ৷ চারধাম যাত্রাকে সামনে রেখে অখিল ভারতীয় আখাড়া পরিষদের তরফে এদিন এখানে সাধু-সন্তদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় (Haridwar Saints Meeting) ৷

বৈঠক চারধাম যাত্রাকে সামনে রেখে ডাকা হলেও, এই বিলাসবহুল হোটেলে সাধুদের বৈঠকের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে দেখা গিয়েছে এই সাধুদের ৷ বর্তমানে ইন্টারনেট নির্ভর সোশ্যাল মিডিয়ার যুগে সবাই চায় প্রচারে থাকতে ৷ নিজেদের সুন্দর ছবি এই ভার্চুয়াল জগতে শেয়ার করতে ৷ তাহলে সাধুরাই বা পিছিয়ে থাকবেন কেন ! সাধুরাও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সৌজন্য সামাজিক মাধ্যমে এই বৈঠকে নিজেদের তোলা ছবি শেয়ার করেছেন ৷ প্রশ্ন উঠছে তাহলে কী সাধারণ যাপন ছেড়ে এখন বিলাসবহুল যাপনের পথে পা বাড়াচ্ছেন সাধুরা ৷

আরও পড়ুন : লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে বাস্তবের 'পুষ্পা'

এই বৈঠকে অখিল ভারতীয় আখাড়া পরিষদের অধ্যক্ষ তথা শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণের সচিব রবীন্দ্রপুরী মহারাজ জানান, উত্তরাখণ্ড সাধু-সন্তদের ও হরিদ্বার চারধাম যাত্রার প্রধান স্থান ৷ এই যাত্রা বিশ্বে সনাতন ধর্ম ও সংস্কৃতির বার্তা দেয় ৷ বিদেশীরাও সনাতন ধর্মকে আপন করে নিচ্ছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী চারধাম যাত্রাকে সুগম করতে একাধিক পদক্ষেপ করেছেন ৷ দেবভূমির জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details