নয়াদিল্লি, 11 মে : করোনা পরিস্থিতেতে কংগ্রেসের নেতাদের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি লিখে সমালোচনা করলেন তিনি ৷ যেখানে রাহুল গান্ধি সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত এবং মিথ্যা ভয় দেখানোর অভিযোগ করলেন নাড্ডা ৷
মঙ্গলবার সোনিয়া গান্ধিকে লেখা চার পাতার চিঠিতে নাড্ডা কংগ্রেস নেতৃত্ব তথা রাহুল গান্ধির সমালোচনা করে লেখেন, ‘‘দেশ তাঁদের সংকীর্ণ মানসিকতার জন্য মনে রাখবে’’ ৷ প্রসঙ্গত, সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার সমালোচনা করে ৷ সেই প্রেক্ষিতেই এই চিঠি বলে মনে করা হচ্ছে ৷ বিজেপি সভাপতি কংগ্রেসের নেতা এবং এক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে মানুষের মনে দ্বিধা সৃষ্টি করার অভিযোগ এনেছেন ৷