ধরমশালা, 11 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডে ধসের ঘটনায় মর্মাহত বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৷ ঘটনায় মৃত ও নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য়ের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে একটি চিঠি লেখেন তিনি ৷
চিঠিতে ধর্মগুরু লেখেন, ‘‘যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি৷ আমি তাঁদের সকলের জন্য় প্রার্থনা করছি৷ যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের সুরক্ষা কামনা করে প্রার্থনা করছি আমি ৷’’