নয়াদিল্লি, 11 ডিসেম্বর: 370 ধারা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বহাল রেখে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই রায়ের কয়েকঘণ্টা পর এই নিয়ে মুখ খুললেন কাশ্মীরের প্রধান ধর্মগুরু এবং হুরিয়াতের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক ৷ তিনি এই রায়কে একটি ‘দুঃখজনক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন ৷ একই সঙ্গে তাঁর মতে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই রায় অপ্রত্যাশিতও নয় ৷
ফোনে ইটিভি ভারতকে হুরিয়ত কনফারেন্সের মধ্যপন্থী অংশের প্রধান বলেন, "এটি দুঃখজনক ৷ তবে এই রায় অপ্রত্যাশিত ছিল না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে । উপমহাদেশ ভাগ হওয়ার সময় যাঁরা জম্মু ও কাশ্মীরের ভারতে যোগদানের পক্ষে ছিলেন, তাঁদের ভারতীয় নেতৃত্বের দ্বারা যে প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে এখন তাঁরা বিশ্বাসঘাতকতার শিকার বলে মনে করতে পারেন ৷’’
তিনি বলেন, "বাকি অংশের জন্য, 1947 সালের অগস্টে রাজ্যের যে অবস্থা ছিল, তা যুদ্ধবিরতি লাইনে বিভক্ত রয়ে গিয়েছে ৷ তাই এটি একটি রক্তক্ষরণকারী মানবিক ও রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে ৷ যার প্রতিকারের জন্য বারবার ভিক্ষা চাওয়া হয়েছে ৷’’
উল্লেখ্য, 370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই আবেদনগুলির শুনানির পর সোমবার সুপ্রিম কোর্ট রায় দেয় ৷ সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে 370 ধারা বিলোপের বিষয়টি সাংবিধানিক বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি আদালত জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর যে বিশেষ মর্যাদা পেত, তা অস্থায়ী বিধান ছিল ৷