বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর:কর্ণাটকের হোয়সালা রাজবংশের বিশেষ স্থাপত্যের তিনটি মন্দিরকে বিশ্বের হেরিটেজ তালিকায় জায়গা দিল ইউনেসকো ৷ সোমবার এই ঘোষণা হয়েছে ৷ তাই ফের নয়া মুকুট উঠল ভারতীয় সংস্কৃতির মাথায় ৷ বিশ্বের দরবারে জয়জয়কার ভারতের ৷ গতকাল শান্তিনিকেতন পেয়েছে হেরিটেজ তকমা ৷ সেনিয়ে উৎসব চলছে রাঙামাটির দেশে ৷
সৌদি আরবে গত 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইউনেসকো'র সমাবেশ। সেখান থেকেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্বের ঐতিহ্যবাহী স্থান' তকমা দিয়েছে ইউনেসকো। আর আজও সেই সমাবেশে কর্ণাটকের এর রাজবংশীদের বিশেষ স্থাপত্য়ে মন্দিরগুলির মাথায় বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মুকুট পরিয়ে দিয়েছে ইউনেসকো ৷ প্রাচীনকালের মানুষদের তৈরি এই কেন্দ্র সৃজনশীল প্রতিভা একটি অন্যতম স্থান। এটি ভারতের সমৃদ্ধ ঐতিহাসিক ও সংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।
বেলুর, হালেবিড ও সোমনাথপুরার হোয়সালা মন্দিরগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে বিবেচনা করার জন্য ভারত মনোনয়ন পাঠিয়েছিল। কর্ণাটকের হাম্পির এই সৌধসমূহকে ইউনেসকো হেরিটেজ তালিকায় স্থান দিয়েছে ৷ হোয়সালা মন্দির ভগবান শিবের ৷ দ্বাদশ শতাব্দীতে তৈরি হয়েছে এই মন্দিরটি । এই মন্দিরটি হালেবিড়ু মন্দির নামেও পরিচিত। কর্ণাটকের হোয়সালা সাম্রাজ্যের প্রাচীন রাজধানী হালেবিড়ুরের একটি বৃহত্তম স্মৃতিচিহ্ন। মন্দিরটি হোয়সালা সাম্রাজ্যের রাজা বিষ্ণুবর্ধনের পৃষ্ঠপোষকতায় এক বিশাল হ্রদের তীরে নির্মিত হয়েছিল ৷
উল্লেখ্য, 2021 সালে ইউনেসকো স্বীকৃতি দিয়েছিল বাংলার দুর্গাপুজোকেও। দু'বছরের মধ্যেই গতকাল মুকুটে জুড়েছে নতুন পালক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো। রবিবার ইউনেসকো টুইটে জানায়, ভারত থেকে শান্তিনিকেতন-ই পাচ্ছে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা। যদিও আজ ফের এক সুখবর মিলল ৷
আরও পড়ুন:'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমায় উৎসব মুখর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত ঠাকুর পরিবার