পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pandora Papers : 'প্যান্ডোরা পেপারস'-এ নাম সচিনেরও, তালিকায় প্রায় 300 ভারতীয় - আন্তর্জাতিক পপ তারকা শাকিরা

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷

Pandora Papers
'প্যান্ডোরা পেপারস'-এ নাম সচিনেরও, তালিকায় প্রায় 300 ভারতীয়

By

Published : Oct 4, 2021, 12:43 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর :'প্যান্ডোরা পেপারস'-এর নথিতে নাম উঠে এল ভারতীয় ক্রিকেটের মহা তারকা সচিন তেন্ডুলকরের ৷ জানা গিয়েছে, তালিকায় 300-রও বেশি ভারতীয়ের নাম রয়েছে ৷

তদন্তমূলক সাংবাদিকতায় আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে ৷ এই গোষ্ঠীর সদস্য, বিশ্বের 117টি দেশের 150টি সংবাদমাধ্যমের 600 জন সাংবাদিক মিলে সম্প্রতি 'প্যান্ডোরা পেপারস' নামে একটি রিপোর্ট তৈরি করেছেন ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিরা কর ফাঁকি দিতে কীভাবে বিদেশে ঘুরপথে নিজেদের বিপুল সম্পত্তি তৈরি করেছেন, সেই খতিয়ান রয়েছে এই রিপোর্টে ৷ সেই তালিকাতেই এবার নাম উঠে এল সচিনের ৷

আরও পড়ুন : Pandora Papers: ফাঁস 'প্যান্ডোরা পেপারস', বেআইনি আর্থিক লেনদেনে নাম একাধিক রাষ্ট্রনেতার

যদিও এই ক্রিকেট তারকার আইনজীবীর দাবি, সচিনের সমস্ত সম্পত্তির হিসেব নিয়ম মতো সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে দেওয়া আছে ৷ এই তালিকায় নাম রয়েছে আন্তর্জাতিক পপ তারকা শাকিরারও ৷ তাঁর আইনজীবীও শাকিরার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি ৷ তালিকায় আছে 400 জন পাকিস্তানির নাম ৷ রয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজনের নাম ৷ পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'প্যান্ডোরা পেপারস'-এর তালিকায় আছে পাকিস্তানের অর্থমন্ত্রী সৌকাত তারিন, জলসম্পদ মন্ত্রী মুনিশ ইলাহি, পাক সাংসদ ফৈজল ভাওদার নামও ৷

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷ প্রায় 2 বছরের গোপন তদন্তের পর এই রিপোর্ট তৈরি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details