হায়দরাবাদ, 8 জানুয়ারি: মলদ্বীপ বিতর্ক নিয়ে তোলপাড় দেশ ৷ মলদ্বীপ ভ্রমণ বয়কটের ডাক উঠেছে ৷ এই বিতর্কের মাঝেই এবার ভারতের সমুদ্র সৈকত ও দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন জানালেন ক্রিকেটরের ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷ ভারতীয় ভ্রমণের জায়গাগুলি নিয়ে ব্যাট ধরে মাস্টার-ব্লাস্টার তাঁর 50তম জন্মদিনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেন ৷ তিনি জানান, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে তিনি 50তম জন্মদিন পালন করেছিলেন ৷ কোঙ্কন অঞ্চলের উপকূলীয় শহরটিতে দুর্দান্ত আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ উপভোগ করেছিলেন তিনি ৷ সচিন মানুষকে ভারতীয় দ্বীপগুলিকে আরও অন্বেষণ করার আবেদন করেছেন ৷
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এক্সে লেখেন, " 250 দিন হয়ে গেল সিন্ধুদুর্গে আমার 50তম জন্মদিনে কাটিয়ে এসেছি ৷ আমরা যা চাই সব এই উপকূলীয় শহরে রয়েছে ৷ বরং আমাদের চাওয়ার থেকেও আরও অনেক বেশি কিছু রয়েছে । চমৎকার আতিথেয়তার সঙ্গে মনোরম পরিবেশ ও স্থানগুলি আমাদের স্মৃতির পাতা ভরে দিয়েছে । ভারতে সুন্দর উপকূল এবং পুরনো দ্বীপ রয়েছে । আমাদের 'অতিথি দেবো ভব'র কথা মাথায় রেখে সেগুলি অন্বেষণ করা দরকার ৷ ভারতে ঘোরার মতো অনেক কিছু আছে ৷ যেখানে গেলে নতুন অনেক সুন্দর স্মৃতি হবে ৷"