পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sachin Pilot on Corruption: দুর্নীতির বিরুদ্ধে দু’বার চিঠি লিখলেও কোনও পদক্ষেপ হয়নি, অভিযোগ সচিনের - কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে

জয়পুরের শহিদ স্মারকে প্রতীকী অনশন শেষ করার পর নাম না করে অশোক গেহলতের বিরুদ্ধেই তোপ দাগলেন সচিন পাইলট ৷ জানিয়ে দিলেন, দু’বার চিঠি লেখার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

Sachin Pilot on Corruption
Sachin Pilot on Corruption

By

Published : Apr 11, 2023, 6:20 PM IST

জয়পুর (রাজস্থান), 11 এপ্রিল: দলের আপত্তি উড়িয়ে একদিনের প্রতীকী অনশন করলেন কংগ্রেসের সচিন পাইলট ৷ অনশন শেষের পর কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধেই পালটা তোপ দাগলেন তিনি ৷ দাবি করলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে দু’বার চিঠি লিখেছিলেন ৷ কিন্তু কোনও উত্তর পাননি ৷

প্রসঙ্গত, রাজস্থানে বিজেপির বসুন্ধরা রাজের সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে নিষ্ক্রিয় বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সরকার ৷ দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন সচিন ৷ সেই কারণে তিনি মঙ্গলবার জয়পুরের শহিদ স্মারকে প্রতীকী অনশন করেন ৷ সেখানে হাজির হয়ে তাঁর অনুগামীরা তাঁকেই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন ৷

যদিও কংগ্রেসের তরফে জানানো হয় যে সচিন এই নিয়ে আগে দলের কারও সঙ্গে কথা বলেননি ৷ তিনি এই বিষয়টি নিয়ে দলের অন্দরে কথা বললেই ভালো হত ৷ অনশনে বসার আগে অবশ্য সচিন জানিয়েছিলেন যে তিনি এই ইস্যুতে শুধু রাহুল গান্ধি অথবা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলবেন ৷ তবে অনশন শেষের পর নাম না করে তোপ দাগলেন দলের অন্দরেই তাঁর প্রতিপক্ষ অশোক গেহলতের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷

তিনি বলেন, ‘‘দুর্নীতির অভিযোগ নতুন নয়, এগুলো আগে থেকেই জনসমক্ষে রয়েছে । ব্যবস্থা নেওয়ার জন্য দু’বার চিঠি দেওয়া হলেও কোনও পদক্ষেপ করা হয়নি । তাই ব্যবস্থা নেওয়া উচিত যাতে মানুষ বুঝতে পারে যে আমরা যে প্রতিশ্রুতি দিই আর যা কাজ করি, তার মধ্যে কোনও পার্থক্য নেই ৷’’

প্রসঙ্গত, রাজস্থানে 2018 সালের ডিসেম্বর বিধানসভা নির্বাচন হয় ৷ ওই নির্বাচনে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস ৷ সেই সময় মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ছিলেন সচিন পাইলট ৷ কিন্তু রাজেশ পাইলটের ছেলের বদলে কংগ্রেসে মুখ্যমন্ত্রী করে বর্ষীয়ান অশোক গেহলতকে ৷ উপ মুখ্যমন্ত্রী করা হয় সচিনকে ৷ কিন্তু দুই নেতার দ্বন্দ্ব মেটার বদলে ক্রমশ বাড়তে থাকে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রকাশ্যে বিদ্রোহও ঘোষণা করেন তিনি ৷ তার জেরে তাঁকে অশোক গেহলতের ডেপুটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয় ৷

এই বছরের শেষেই রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ তার আগে গেহলতের বিরুদ্ধে ফের সুর চড়াতে শুরু করেছেন সচিন ৷ রাজনৈতিক মহলের মতে, সচিন এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে মরিয়া হয়ে উঠেছেন ৷ সেই কারণে ভোটের আগেই তিনি একেবারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিতে চাইছেন ৷

আরও পড়ুন:কংগ্রেস দল বিরোধী বললেও অনশনে অনড় সচিন

ABOUT THE AUTHOR

...view details