পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sachin-Sonia : নয়াদিল্লিতে সোনিয়ার সঙ্গে বৈঠক শচীন পাইলটের

রাজস্থানে শিগগিরই মন্ত্রিসভার রদবদল হবে ৷ তার আগে নয়াদিল্লিতে আলোচনা করে গিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ শুক্রবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করলেন শচীন পাইলট ৷

By

Published : Nov 12, 2021, 1:13 PM IST

sachin-pilot-at 10 janapath to meet-sonia-gandhi
Sachin-Sonia : নয়াদিল্লিতে সোনিয়ার সঙ্গে বৈঠক শচীনের

নয়াদিল্লি, 12 নভেম্বর : কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করলেন শচীন পাইলট ৷ শুক্রবার রাজস্থানের এই কংগ্রেস নেতা নয়াদিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ৷ তবে তাঁদের মধ্য়ে কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন :Lashkar-e-Taiba Threat : ওড়ানো হবে বহু স্টেশন, হরিয়ানার মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে খুনের হুমকি লস্করের

কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, রাজস্থানে মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে ৷ সেই নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ তিনি জানিয়েছেন, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড ৷ তাই শচীন দলনেত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন বলে মনে করা হচ্ছে ৷

কংগ্রেস সূত্রে খবর, রাজস্থান মন্ত্রিসভার রদবদলে এক নেতা এক পদ নীতি বলবৎ করা হতে পারে ৷ তাই যাঁদের দলে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷ সেই তালিকায় রয়েছেন গোবিন্দ দোতাসরা (রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি), হরিশ চৌধুরী (পঞ্জাব কংগ্রেসের এআইসিসি-র তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা), রঘু শর্মা (গুজরাত কংগ্রেসের এআইসিসি-র তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা) ৷ তাঁদের দলের কাজে মন দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন :India-China : অরুণাচলে চিনের আগ্রাসন নিয়ে পেন্টাগনের রিপোর্ট খতিয়ে দেখবে ভারত

2023 সালের ডিসেম্বর মাসে রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ সেই দিকে তাকিয়েই এই রদবদল হবে বলে মনে করা হচ্ছে ৷ সেখানে শচীন বা তাঁর অনুগামীরা জায়গা পান কি না, এখন সেটাই দেখার !

ABOUT THE AUTHOR

...view details