কুমিল্লা (বাংলাদেশ), 25 সেপ্টেম্বর: বাংলাদেশের কুমিল্লায় শচিন দেব বর্মনের পৈতৃক বাড়িতে (Sachin Dev Burman Home in Bangladesh) তৈরি হচ্ছে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স (Cultural complex)৷ এই প্রকল্পের জন্য বাংলাদেশের অর্থে 1.10 কোটি টাকা (ভারতীয় মুদ্রায় 86 লাখ টাকা) বরাদ্দে অনুমোদন দিয়েছে শেখ হাসিনার সরকার ৷
1906 সালে কুমিল্লার দক্ষিণ চার্থা গ্রামের রাজবাড়িতে জন্মগ্রহণ করেন শচীন দেব বর্মন (SD Burman Home in Bangladesh)৷ সে দেশেই কেটেছে ছোটবেলা ৷ 18 বছর পর্যন্ত কুমিল্লায় ছিলেন তিনি ৷ আইনজীবী গোলাম ফারুক এ কথা জানিয়েছেন ৷ এই সঙ্গীতশিল্পীর জীবন নিয়ে লেখা 596 পাতার একটি বইয়ের সম্পাদনা করেছিলেন ফারুক ৷ তিনি একজন ইতিহাসবিদও ৷ তাঁর কথায়, "সেতারবাদক বাবার ছত্রছায়ায় এই শিল্পীর সঙ্গীত প্রতিভা আরও উন্মোচিত হয়েছিল ৷ কুমিল্লা জেলা স্কুলে পড়াশোনা করেছিলেন শচীনকর্তা ৷ 1924 সালে ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি ৷"
ত্রিপুরার রাজ পরিবারের বংশধর ছিলেন শচীন দেব বর্মনের বাবা (S D Burman )৷ রাজপুত্রের সামাজ্যের দেখাশোনা করতে তিনি গিয়েছিলেন কুমিল্লায় ৷ সেই রাজপ্রাসাদেই জন্ম হয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পীর ৷ 2017 সালের 30 নভেম্বর সেই প্রাসাদটি সুরক্ষিত স্তম্ভ হিসেবে তালিকাভুক্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সরকার ৷ 2012 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা সফরে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে লেখক ও শিল্পীদের একদল প্রতিনিধিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ওই প্রাসাদটির সংরক্ষণ করে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র ও মিউজিয়াম গড়ে তোলা হবে ৷