পাথানামথিট্টা (কেরল), 27 ডিসেম্বর: 39 দিনে সংগ্রহ 222.98 কোটি টাকা । শবরীমালায় (Sabarimala Temple Revenue) আজ যখন 'মণ্ডলম' মরশুম শেষ (Sabarimala Mandalam season ends) হচ্ছে, তখন এটাই মন্দিরের আয়ের হিসেব (Sabarimala Temple News)৷ এই সময়কালে 29 লাখেরও বেশি ভক্তের সমাগম হয় শবরীমালায় ৷ ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ডের সভাপতি আইনজীবী কে অনন্তগোপন এই তথ্য জানিয়েছেন । শুধু হুন্ডিয়ালের সংগ্রহই হয়েছে 70.10 কোটি টাকা ।
বোর্ড সভাপতির পরিসংখ্যান অনুসারে, এ বছর ভক্তদের প্রায় 20 শতাংশই ছিল শিশু । যেহেতু আগের মরশুমে কোভিডের কারণে বিধিনিষেধ ছিল, তাই এ বছর আরও বেশি সংখ্যক শিশু মন্দির দর্শনে যায় । তাঁর কথায়, "শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ সারির ব্যবস্থা ভালো কাজ করেছে । যদিও এই বছর ভক্তদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে ৷ আমরা কোনও বড় অভিযোগ ছাড়াই মরশুমটি শেষ করতে পেরেছি ৷"
দীর্ঘ সময় অপেক্ষার অভিযোগ শুধুমাত্র একদিনই এসেছিল এবং বাকি দিনগুলিতে ভিড় আরও ভালো ভাবে পরিচালনা করা হয়েছিল বলে জানান তিনি ৷ অনন্তগোপন জানান, মন্দিরে ভক্তদের অপেক্ষার সময় কমাতে স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনী দুর্দান্তভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ৷